For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঝড়ের পরের দিনেও রাস্তায় ছেঁড়া তার, হুঁশ নেই সিইএসসির! কর্মীরা কী বলছেন, দেখে নিন ভিডিও

কালবৈশাখীর পর আঠারো ঘণ্টা কেটে গেলেও হুঁশ নেই সিইএসসি কর্তৃপক্ষের। বেহালা-সহ কলকাতার একাধিক জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের ছেঁড়া তার। তাতে বিদ্যুৎ সংযোগও রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কালবৈশাখীর পর আঠারো ঘণ্টা কেটে গেলেও হুঁশ নেই সিইএসসি কর্তৃপক্ষের। বেহালা-সহ কলকাতার একাধিক জায়গায় খোলা অবস্থায় পড়ে রয়েছে বিদ্যুতের ছেঁড়া তার। তাতে বিদ্যুৎ সংযোগও রয়েছে। আতঙ্কে সময় কাটাচ্ছেন এলাকাবাসীরা।

ঝড়ের পরের দিনেও রাস্তায় ছেঁড়া তার, হুঁশ নেই সিইএসসির! কর্মীরা কী বলছেন, দেখে নিন ভিডিও

ওপরের ছবি কলকাতা পুরসভার অন্তর্গত ১২৯ নম্বর ওয়ার্ডের বেহালার অরবিন্দ পল্লির। মঙ্গলবার সন্ধের কালবৈশাখীর পর কেটে গিয়েছে ঘণ্টার পর ঘণ্টা। এইভাবেই ঝুলছে সিইএসসির সরবরাহের তার। এই তারে বিদ্যুৎ সংযোগও রয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর এই অবস্থার মধ্যে দিয়ে অনেকেই বাড়িতে ফিরেছেন আবার অফিসের কাজে বেরিয়ে গিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তরফে বারবার সিইএসসিকে খবর দেওয়া হলেও কোনও ফল মেলেনি বলে অভিযোগ।

পাশের পাড়া দিয়ে যাওয়া সিইএসসির একটি দলকে পাকড়াও করেন বাসিন্দারা। সেই দলের এক ইঞ্জিনিয়ার ক্যামেরার সামনে জানান, এলাকার অবস্থা আশঙ্কাজনক। প্রতিটি লাইনেই বিদ্যুৎ রয়েছে।

শুধু বেহালার অরবিন্দ পল্লিই নয়। শহরের দক্ষিণ থেকে উত্তর, অনেক জায়গাতেই এই অবস্থা। সিইএসসির একটি সূত্র জানাচ্ছে, যে পরিমাণে শহরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে, কিংবা তার ছিড়েছে সেই অনুপাতে লোক নেই। তাই এই অবস্থা।

English summary
Resident of Behala are in distress due to the cut off wire of the CESC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X