IPL 2022: পাঞ্জাবের বিরুদ্ধে একাধিক বিরাট মাইলস্টোনের সামনে কোহলি, কী কী নজির তৈরি করতে পারেন ভিকে
অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে শুক্রবার মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- দুই দলের কাছেই এই ম্যাচে গুরুত্ব অত্যন্ত। প্লে-অফের লড়াইয়ে টিকে থাকতে হলে পাঞ্জাব কিংসকে জিততেই হব, অপর দিকে, প্লে-অফের লড়াইয়ে অন্য প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই জারি রাখতে জয় প্রয়োজন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-এরও। এই দুই দলের সাক্ষাতে তৈরি হতে পারে একাধিক নজরি। এক নজরে দেখে নিন কোন কোন ক্রিকেটার রেকর্ড বুকে নিজেদের জায়গা করে দিতে পারেন।

আইপিএল-এ বিরাট মাইলস্টোনের সামনে চিকু:
এই ম্যাচে মাত্র ১ রান করলেই আইপিএল কেরিয়ারে ৬৫০০ রান পূর্ণ করবেন বিরাট কোহলি, যাঁকে ভালবেসে সমর্থকদের অনেকেই চিকু বলে ডাকেন। যদিও এই মরসুমে একেবারেই ভাল ছন্দে নেই বিরাট। পাশাপাশি একটি ক্যাচ ধরতে পারলে টি-২০ কেরিয়ারে ১৫০টি ক্যাচ ধরার নজির গড়বেন কোহলি।

আরসিবি'র হয়ে আইপিএল-এ দারুণ নজিরের সামনে মহম্মদ সিরাজ:
এই ম্যাচে দুই উইকেট পেলেই আরসিবি'র জার্সিতে আইপিএল-এ পঞ্চাশটি উইকেটের মালিক হবেন মহম্মদ সিরাজ। বিনয় কুমার, যুজবেন্দ্র চাহাল এবং হর্ষল প্যাটেলের পর চতুর্থ ক্রিকেটার হিসেবে এই নজিরের সামনে সিরাজ।

পাঞ্জাবের হয়ে ১৫০০ আইপিএল রানে সামনে ময়াঙ্ক:
মাত্র ৭ রান করতে পারলে পাঞ্জাব কিংসের হয়ে ১৫০০ আইপিএল রান সংগ্রহকারী ক্রিকেটার হয়ে উঠবেন ময়াঙ্ক আগরওয়াল। পাশাপাশি তিনটি ছয় এই ম্যাচে তিনি হাঁকাতে পারলে টি-২০ ক্রিকেটে ১৫০টি ছয়ের মালিক হবেন।

১০৫০০ টি-২০ রানের সামনে বিরাট কোহলি:
পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ১১ রান করলে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০৫০০ রান সংগ্রহ করবেন বিরাট কোহলি। একই সঙ্গে তিনি যদি ৭৭ রান করতে পারেন তা হলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে টি-২০ ক্রিকেটে ৭০০০ রান পূর্ণ করবেন।

টি-২০ ক্রিকেটে ২০০ উইকেটের সামনে কাগিসো রাবাডা:
দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা দুই উইকেট পেলে টি-২০ ক্রিকেটে ২০০টি উইকেটের মালিক হবেন।

অন্যান্য নজির:
৭৫ রান পেলে টি-২০ ক্রিকেটে ৪৫০০ রান সংগ্রহ করবেন লিয়াম লিভিংস্টোন। ২ উইকেট পেলে অর্শদীপ সিং টি-২০ ক্রিকেটে ৫০টি উইকেটের মালিক হবেন। দুই রান করতে পারলেই টি-২০ ক্রিকেটে ১০০০ রানের মালিক হবেন রজত পাতিদার। একটি উইকেট নিলেন জস হ্যাজেলউড শততম টি-২০ উইকেট সংগ্রহের নজির গড়বেন। ১৯ রান করলে টি-২০ ক্রিকেটে ১০০০ রানের মালিক হবেন হর্ষল প্যাটেল।

জরুরি তথ্য:
এই মরসুমে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্র্যাবোর্ন স্টেডিয়ামে একটি ম্যাচও জিততে পারেনি, দু'টি ম্যাচ খেলে দু'টিতেই পরাজিত হয়েছে তারা। এটি মহম্মদ সিরাজের শততম টি-২০ ম্যাচ হতে চলেছে। এই ম্যাচে ছয়টি চার মারলে আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭০০টি চারের মালিক হবেন শিখর ধাওয়ান।