For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার বয়স ৮০, এখনও মমতার মিছিলে আসি'! পায়ে হেঁটে বৃদ্ধ হাজির ব্রিগেডে

পানিহাটি থেকে পায়ে হেঁটে ব্রিগেডের সভায় হাজির বছর আশির রণজ ঘোষ। শুক্রবার সন্ধে ছটায় পানিহাটির বাড়ি থেকে হাঁটতে শুরু করেছেন। এদিন সকালে পৌঁছে গিয়েছেন কলকাতায়।

  • |
Google Oneindia Bengali News

পানিহাটি থেকে পায়ে হেঁটে ব্রিগেডের সভায় হাজির বছর আশির রণজ ঘোষ। শুক্রবার সন্ধে ছটায় পানিহাটির বাড়ি থেকে হাঁটতে শুরু করেছেন। এদিন সকালে পৌঁছে গিয়েছেন কলকাতায়। হাতের প্যাকেটে শুধু একটা জলের বোতল। এই বয়সেও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর অনুপ্রেরণা বলে জানিয়েছেন রণজ ঘোষ।

আমার বয়স ৮০, এখনও মমতার মিছিলে আসি! পায়ে হেঁটে বৃদ্ধ হাজির ব্রিগেডে

আগড়পাড়ায় আদা, রসুন, লঙ্কা বিক্রি করেন এই রণজ ঘোষ। শুক্রবার সন্ধে ছটায় পানিহাটির বাড়ি থেকে হাঁটতে শুরু করেছেন। বুকে লেখা, আমার বয়স ৮০, এখনও মমতার মিছিলে আসি। নিজেই জানিয়েছেন, শুধু এবারই নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যোগ দেন পায়ে হেঁটেই। বললেন হেঁটে আসতেই ভাল লাগে।

আমার বয়স ৮০, এখনও মমতার মিছিলে আসি! পায়ে হেঁটে বৃদ্ধ হাজির ব্রিগেডে

জানালেন, ২১ জুলাই-এ যেদিন কলকাতায় গণ্ডগোল হয়েছিল, সেই থেকে হেঁটে আসা শুরু। তারপর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা সব কর্মসূচিতে যোগ দেন তিনি।

English summary
Ranaj Ghosh is present in 19th January Brigade at the age of 80 by walking from Panihati
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X