For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভা ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে, মুকুলের হাত ধরে বিজেপিতে গতবারের প্রার্থী

লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। আলিপুরের কংগ্রেস নেতা তথা গতবার বিধানসভার কংগ্রেস প্রার্থী রাকেশ সিং যোগ দিলেন বিজেপিতে।

Google Oneindia Bengali News

লোকসভা ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল কংগ্রেস। আলিপুরের কংগ্রেস নেতা তথা গতবার বিধানসভার কংগ্রেস প্রার্থী রাকেশ সিং যোগ দিলেন বিজেপিতে। দিল্লিতে গিয়ে গেরুয়া শিবিরে নাম লেখান রাকেশ সিং। মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র উপস্থিতিতে তিনি যোগ দেন বিজেপিতে। বিজেপিতে যোগ দিয়ে তিনি কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

১৭ বছরের সম্পর্ক ছিন্ন

১৭ বছরের সম্পর্ক ছিন্ন

‘অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার' ছবিটির প্রদর্শনীর বিরুদ্ধে সিনেমা হলে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন রাকেশ সিং। তারপর তাঁকে বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি জামিনে মুক্ত। এরপরই তিনি কংগ্রেসের সঙ্গে ১৭ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপির দিকে পা বাড়ান। তাঁর অভিযোগ, কঠিন সময়ে দলকে পাশে পাননি।

নেতার বিরুদ্ধেই সওয়াল

নেতার বিরুদ্ধেই সওয়াল

তাঁর আরও অভিযোগ, একাধিকবার ভুয়ো মামলায় আমাকে ফাঁসানো হয়েছে। একটি মামলায় আমার বিরুদ্ধে রাজ্য সরকারের হয়ে কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি সওয়াল করেছেন। তার পাল্টা রাম জেঠমালানি আমার পক্ষে সওয়াল করেন। সেই মামলায় আমি জামিনে মুক্ত। তা না হলে আমাকে হাজতবাস করতে হত।

‘বাধ্য’ হয়েই বিজেপিতে

‘বাধ্য’ হয়েই বিজেপিতে

রাকেশের আরও অভিযোগ, শুধু আমার বিরুদ্ধেই নয়, আমার ছেলের বিরুদ্ধেও মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তাঁকে জেরায় জেরবার করা হয়েছে বিদেশ থেকে ফেরার পর। কংগ্রেস এতসবের পরও কোনও ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়েই বিজেপিতে যোগ দিলাম। যোগ দিলাম তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য।

সঙ্গে ৩৫ সংখ্যালঘু নেতা

সঙ্গে ৩৫ সংখ্যালঘু নেতা

এদিন মুকুল রায় ও কৈলাশ বিজয়বর্গীয়র হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়ে রাকেশ সিং জানান, শুধু আমি নই, আমার সঙ্গে কংগ্রেস সংখ্যালঘু সেলের কমপক্ষে ৩৫ জন সক্রিয় নেতা-কর্মী বিজেপিতে যোগ দেবেন। অধীর চৌধুরীর ঘনিষ্ঠ এই নেতার বিজেপিতে যোগে জল্পনা আরও বাড়ল রাজনৈতিক মহলে।

English summary
Rakesh Singh joins in BJP leaving Congress by Mukul Roy. He joins in BJP from Delhi office. He gets ticket of assembly against Firhad Hakim
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X