
কলকাতার নতুন পুলিশ কমিশনারকে নিয়ে 'অস্বস্তি'! মুকুল যোগের অভিযোগ
নির্বাচন কমিশন কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার নিয়োগ করেছে। অনুজ শর্মার জায়গায় আনা হয়েছে রাজেশ কুমারকে। যদিও এই রাজেশ
কুমারের সঙ্গে মুকুল রায়ের যোগাযোগের অভিযোগ উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর ওএসডি ছিলেন রাজেশ কুমার। শোনা যায়
এই মুকুল যোগের জন্যই সাম্প্রতিককালে তিনি রাজ্য প্রশাসনে ভাল পদ পাননি।

কম গুরুত্বপূর্ণ পদে ছিলেন রাজেশ কুমার
মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর রাজ্য প্রশাসনে রদবদল ঘটিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই সময় সিআইডি-র এডিজি পদে থাকা রাজেশ কুমারকে সরিয়ে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি পাঠিয়ে দেওয়া হয়েছিল। অনেকেই বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সিদ্ধান্ত ছিল রাজনৈতিক।
(ছবি সৌজন্য: টুইটার)

রাজেশ কুমার ও মুকুল রায়
মুকুল রায় যখন রেলমন্ত্রী ছিলেন, তখন তাঁর ওএসডি ছিলেন রাজেশ কুমার। জানা যায়, অন্য সবকিছুর মতোই দুজনের সম্পর্ক কেমন তা নজরে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়েক।

দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে কলকাতার সিপি
নির্বাচন কমিশন শুক্রবার রাজেশ কুমারকে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এডিজি-র পদ থেকে কলকাতার পুলিশ কমিশনারের পদে বসিয়ে দেয়। এই সিদ্ধান্তের কথা মুখ্যসচিবকে জানিয়েও দেওয়া হয়। অপসারিত সিপি অনুজ শর্মাকে ভোটের আগে ভোট সংক্রান্ত কোনও কাজে রাখা যাবে না।

বিধানসভা ভোটের সময়ও সিপি বদল
২০১৬-র বিধানসভা ভোটের সময়ই পুলিশ কমিশনার বদল করেছিল নির্বাচন কমিশন। তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে সৌমেন মিত্রকে বসানো হয়েছিল। তবে ভোটের কাজ মিটতেই সৌমেন মিত্রকে সরিয়ে ফের রাজীব কুমারকেই কমিশনার করা হয়েছিল।