রোজভ্যালি সহ অন্যান্য মামলায় গ্রেফতারিতে স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে রাজীব
কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের গ্রেফতারির ওপর সারদা মামলায় হাইকোর্টে যে অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ রয়েছে, তা রোজভ্যালি সহ অন্যান্য মামলাতেও কার্যকর করা হোক। এই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজীব কুমার। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সারদা মামলায় হাজিরার নোটিশ কে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রাজীব কুমার। তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। আদালতের গ্রীষ্মকালীন অবকাশে বিচারপতি প্রতীক প্রকাশ বন্দ্যোপাধ্যায় এই অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দেন বেশ কয়েকটি শর্তের।
চলতি সপ্তাহে হাজিরার নোটিশকে চ্যালেঞ্জ করে আনা মামলায় কিছুটা শর্ত শিথিল করেছে আদালত। এই মামলা চলাকালীনই রোজভ্যালি মামলায় তাকে হাজিরা দেওয়ার নোটিশ দেওয়া হয়। প্রথম নোটিশে হাজিরা এড়ান রাজীব। তারপরপরই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।