For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিলঙে শনিবার সিবিআই-এর মুখোমুখি রাজীব কুমার, শুক্রবার পৌঁছলেন শৈলশহরে

শিলঙে পৌঁছলেন রাজীব কুমার। তাঁর সঙ্গেই শিলঙে গিয়েছেন কলকাতা পুলিশের আইপিএস অফিসার জাভেদ শামিম-সহ দুই অফিসার। শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে শিলঙ যাওয়ার সরাসরি বিমান ধরেন রাজীব কুমার।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

শিলঙে পৌঁছলেন রাজীব কুমার। তাঁর সঙ্গেই শিলঙে গিয়েছেন কলকাতা পুলিশের আইপিএস অফিসার জাভেদ শামিম-সহ দুই অফিসার। শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে শিলঙ যাওয়ার সরাসরি বিমান ধরেন রাজীব কুমার। এই বিমানেই সিবিআই-এর দলেরও যাওয়ার কথা ছিল। কিন্তু, বৈঠক চলার জন্য সিবিআই দলটি বিমান ধরতে পারেনি। এখন পর্যন্ত যা খবর তাতে রাজীব কুমারকে জেরা করার জন্য় সিবিআই-এর দুঁদে অফিসার ফণীভূষণ করণকে দিল্লি থেকে নিয়ে আসা হয়েছে। সিবিআই-এর ১০ জনের দলটি শুক্রবারই দিল্লি থেকে কলকাতায় আসে। কলকাতা থেকে সিবিআই-এর মোট ১৫ জনের একটি দল শিলঙে রাজীব কুমারের জেরার প্রক্রিয়ায় হাজির থাকবেন।

রাজীব জেরায় দিন-ক্ষণ চূড়ান্ত সিবিআই-এর

রাজীব কুমারকে সারদাকাণ্ডে অভিযুক্তদের সামনে বসিয়ে জেরা করার কথা সিবিআই-এর। এই অভিযুক্তদের তালিকায় কুণাল ঘোষও আছেন। এছড়াও আরও চার অভিযুক্ত রয়েছেন যাদেরকে রাজীব কুমারের মুখোমুখি বসানো হবে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রাজীব কুমার মামলায় নির্দেশ দেওায়ার সময় বলেছিলেন শিলঙের ঠান্ডায় দু'পক্ষই ঠান্ডা থাকবেন। কিন্তু, এই জেরার আদৌ কুল-কুল হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে। কারণ, রাজীব কুমারকে জেরা করার সুযোগ পেতেই যেভাবে সিবিআই কোমর বেঁধে নেমছে তাতে এমনই বোধ হচ্ছে।

বৃহস্পতিবার দিনভর-ই রাজীব কুমারকে জেরার বিষয়টি নিয়ে পারদ চড়েছে। তারমধ্যে সমানে যেভাবে সিবিআই-এর প্রস্তুতির খবর মুহূর্তে মুহূর্তে এসেছে তাতে উত্তেজনার পারদ দফায় দফায় চড়েছে। শুক্রবার দিল্লি থেকে সিবিআই-এর ১০ অফিসার কলকাতায় পা রেখেছেন। এরা বিশেষভাবে জেরা করতে ওস্তাদ বলেই সিবিআই-এর অন্দরমহলে খ্যাতি আছে। রাজীর কুমার একজন দুঁদে পুলিশ অফিসার শুধু নন তাঁর ক্ষুরধার বুদ্ধি সর্বজন বিদিত। সুতরাং, চিটফান্ড কেলেঙ্কারি নিয়ে কলকাতা পুলিশের এই দুঁদে পুলিশ অফিসারকে জেরা করতে কোনও ফাঁক রাখতে রাজি নয় সিবিআই। যেভাবেই হোক তাঁরা বাগে পেয়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত এই পুলিশ অফিসার-কে ছাড়তে রাজি নয়।

রাজীব কুমারকে জেরা করার জন্য মোট ২৫টি প্রশ্ন তৈরি করা হচ্ছে। যার মধ্যে থাকছে সারদা চিটফান্ড কেলেঙ্কারিতে উদ্ধার হওয়া ল্যাপটপ, পেন ড্রাইভ কোথায় গেল? হার্ড ডিস্কগুলো কোথায় গেল? কেন ফরেনসিক রিপোর্ট নেই?-সহ এমন কিছু প্রশ্ন যা নিয়ে বারবার সিবিআই রাজীব কুমারকে অপরাধের কাঠগড়ায় দাঁড়় করিয়েছে। এমনকী, তাঁকে জেরার দলে এমন কিছু অফিসারকে রাখা হয়েছে যারা সারদা চিটফান্ড কেলেঙ্কারির তদন্তে ওতপ্রোতভাবে জড়়িত ছিলেন। সিবিআই-এর যে ১০ জনের দলটি শুক্রবার কলকাতায় এসে পৌঁচ্ছছে তাতে ৩ জন পুলিশ সুপার পদমর্যাদার অফিসার, ৪ জন সহকারী পুলিশ-অফিসার পদমর্যাদার অফিসার রয়েছেন।

English summary
Rajeev Kumar, the Police Commissioner of Kolkata Police Will be interrogated on Saturday. On Friday Rajeev Kumar has reached Shillong from Kolkata with two Police Officers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X