For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যালট ফেরানোর দাবিতে বৈঠক! মহারাষ্ট্রের কর্মসূচিতে মমতাকে আমন্ত্রণ রাজের

ব্যালট ফেরানোর দাবি নিয়ে নবান্নে মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

  • |
Google Oneindia Bengali News

ব্যালট ফেরানোর দাবি নিয়ে নবান্নে মহারাষ্ট্র নবনির্মান সেনার প্রধান রাজ ঠাকরের সঙ্গে বৈঠক করলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যালট ফেরানোর দাবিতে আন্দোলনে নামব। নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে এই ঘোষণা করেন রাজ। গণতন্ত্র বাঁচাতে
একসঙ্গে লড়াইয়েরও ডাক দিয়েছেন তিনি।

ব্যালট ফেরানোর দাবিতে বৈঠক! মহারাষ্ট্রের কর্মসূচিতে মমতাকে আমন্ত্রণ রাজের

বিকেল তিনটেয় মমতা ও রাজ ঠাকরের বৈঠক হওয়ার কথা থাকলেও সময়সূচির পরিবর্তন হয়। লোকসভা নির্বাচনের আগে থেকেই ইভিএম-এর বদলে ব্যাল ফেরানোর দাবিতে আন্দোলন শুরু করেছেন মমতা। তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদের সঙ্গে কথা বলেছেন। এবার সেই কাজ শুরু করেছেন রাজ ।
রাজ্য সফরে পশ্চিমবঙ্গ দ্বিতীয়। রাজ ঠাকরে এদিন নবান্নে বলেন, অনেকের সঙ্গে কথা হবে। কোনও উন্নত দেশে ইভিএম নেই বলেও জানান তিনি।

এবারের ২১ জুলাইকে ব্যালট ফেরানোর দাবির অন্যতম মঞ্চ হিসেবে বেছে নিয়েছিল তৃণমূল। সেরকমই একটি কর্মসূচি নিয়ে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। ২১ অগাস্ট তাদের সেই কর্মসূচিতে রাজ ঠাকরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানান। প্রসঙ্গত আগামী অক্টোবর মাসে মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিন নবান্নে যাওয়ার আগে কালীঘাট মন্দিরে পুজো দেন রাজ ঠাকরে।

English summary
Raj Thackeray meet Mamata Banerjee at Nabanna over EVM to ballot issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X