For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মাত্র ২ ঘণ্টা পরেই শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, সে সময় কলকাতার আবহাওয়া কেমন থাকবে, জানুন

সপ্তাহ দেড়েক ধরেই বর্ষার বারিধারায় ভিজে চুপসে যাওয়ার অবস্থা কলকাতা-সহ বাংলার। গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি চলছে। ক্ষণে-ক্ষণেই আকাশ কালো করে ধেয়ে আসছে বৃষ্টি ভর্তি মেঘ।

  • By Oneindia Staff
  • |
Google Oneindia Bengali News

সপ্তাহ দেড়েক ধরেই বর্ষার বারিধারায় ভিজে চুপসে যাওয়ার অবস্থা কলকাতা-সহ বাংলার। গত কয়েক দিন ধরেই টানা বৃষ্টি চলছে। ক্ষণে-ক্ষণেই আকাশ কালো করে ধেয়ে আসছে বৃষ্টি ভর্তি মেঘ। এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই আর ঘণ্টা দুয়েক পরেই শুরু হয়ে যাবে এক মহাজাগতিক ঘটনা। যেখানে পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে যাবে চাঁদ। এই ঘটনা কলকাতা থেকেও প্রত্যক্ষ করা যাবে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার আগে আবহাওয়াটা জেনে নিন

এই চন্দ্রগ্রহণ দর্শনে অবশ্য কিছুটা হলেও কিন্তু রয়েছে। এর মূল কারণ আবহাওয়া। পরিষ্কার আকাশ না হলে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখতে পাওয়া কঠিন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে কলকাতার আকাশে যে দৃশ্যমানতা রয়েছে তাতে খালিচোখে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দর্শন কার্যত অসম্ভব বলেই মনে করা হচ্ছে। এদিন বিকেলেও আবহাওয়া অফিস যে পূর্বাভাস জারি করেছে তাতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পশ্চিম উত্তর প্রদেশের উপরে একটি সাইক্লোনিক প্রেসার তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরের দিকেও একটা সাইক্লোনিক প্রেসার তৈরি হয়ে রয়েছে। এই জোড়া সাইক্লোনিক প্রেসারের জন্য কলকাতা ও দক্ষিণবঙ্গে প্রাকৃতিক দুর্যোগ বজায় থাকবে। এর ফলে চন্দ্রগ্রহণ দর্শনে বাধা তৈরির প্রভূত সম্ভাবনা রয়েছে। যদিও, কলকাতায় চন্দ্রগ্রহণ শুরু হবে ১০টা ৪৪মিনিট ৪৭ সেকেন্ডে। গ্রহণ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবে ১ টা বেজে ৫১ মিনিটে ৪৪ সেকেন্ডে। তখন-এর আকার দাঁড়াবে ১.৬১ ম্যাগনিটিউড। কলকাতায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হবে ভোর ৪.৫৮ টায়। সবমিলিয়ে এইখানে চন্দ্রগ্রহণ দেখা যাবে ৬ঘণ্টা ১৪ মিনিট ধরে।

English summary
Cyclonic preassure over Gangetic West Bengal is now vellain to Kokatans. Due to bad weather Kolkata may not see the total lunar eclipse with clear eyes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X