বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে! উত্তরবঙ্গের জন্য পূর্বাভাস কী, জেনে নিন
আগামী ২৪ ঘণ্টায় সারা রাজ্যেই বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও, বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তবে বাতাসে জলীয়বাষ্প বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে বলেই জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।

বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে
মৌসুমী অক্ষরেখা মালদা-সহ উত্তরবঙ্গ হয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। হিমালয় সংলগ্ন জেলাগুলির জন্য বিশেষ সতর্কবার্তা জারি করা হয়েছে।

আবহাওয়ার সতর্কবার্তা
রবিবার ও সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার-সহ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে
সকাল থেকে আকাশের মুখ ভার। ঝিরিঝিরি বৃষ্টি চলছে। তবে পূর্বাভাস অনুযায়ী দক্ষিণবঙ্গে বৃষ্টি চললেও, তার পরিমাণ কমবে।

নতুন তৈরি ঘূর্ণাবর্তের অভিমুখ পশ্চিম দিকে
তৈরি হওয়া নতুন ঘূর্ণাবর্ত ঝাড়খণ্ড হয়ে উত্তরপ্রদেশের দিকে চলে গিয়েছে। এর প্রভাবে ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশে প্রবল বৃষ্টির সম্ভাবনা।