For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিকেলেই কলকাতায় ঝড়-বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

শনিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্জ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গরম থেকে এখনই মুক্তি মিলবে না।

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ মে : শনিবার বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্জ্র-বিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও গরম থেকে এখনই মুক্তি মিলবে না।

তীব্র দাবদাহ এখনও কিছুদিন রাজ্যবাসীকে সহ্য করতে হবে। ঘাম ও অস্বস্তির দাপট আরও প্রায় একমাস বজায় থাকবে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের ডুয়ার্স সহ বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে তার বিশেষ প্রভাব পড়বে না।

বিকেলেই কলকাতায় ঝড়বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?

এদিন শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রির আশপাশে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে শতকরা ৮৫ শতাংশ।

তবে কেন্দ্রীয় মৌসম ভবন জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে জুন মাসের প্রথম সপ্তাহেই বর্ষা আসতে চলেছে ভারতে। দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকলেও উত্তর ভারতে বৃষ্টিপাতের সামান্য ঘাটতি হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রতিবারের মতো কেরলের দক্ষিণ-পশ্চিম কোণ হয়ে ভারতে বর্ষার আগমন হবে। তারপর ধীরে ধীরে তা সারা ভারতে ছড়িয়ে পড়বে। ফলে দক্ষিণ ভারতে স্বাভাবিক বৃষ্টিপাত তো বটেই, বরং স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় মৌসম ভবনের আধিকারিক কান্তি প্রসাদ জানিয়েছেন, বর্ষার পরে অক্টোবরে বৃষ্টির খানিক ঘাটতি থাকবে। তবে নভেম্বরেই ফের বৃষ্টিপাত হয়ে ঘাটতি পুষিয়ে দেবে। তবে উত্তর ভারতে বৃষ্টিপাতের ঘাটতি থাকবে। উত্তর-পশ্চিম ভারতেও বৃষ্টিপাত স্বাভাবিকের চেয়ে কম হবে বলে জানা গিয়েছে।

English summary
Rain likely to hit Kolkata today, I India monsoon arrives in first week of June
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X