জামাইষষ্ঠীর দুপুরে বিক্ষিপ্ত বৃষ্টি শহরে, ঝড় বৃষ্টির পূর্বাভাস দঃবঙ্গের একাংশে
নাজেহাল গরমে জামাইদের পাতে নানা স্বাদের খাবার পড়লেও, শহরজোড়া বিক্ষিপ্ত বৃষ্টির স্বস্তিতে খাওয়া দাওয়ার সন্তুষ্টি আরও বাড়ল ! বুধবার শহর কলকাতার আকাশ, দুপুর ৩ টে থেকেই কালো করে আসে। তার পর প্রায় ৪৫ মিনিট মত শহরের নানা জায়গায় চলে বৃষ্টি।
ঝড় বৃষ্টির জেরে সল্টলেকের তথ্য প্রযুক্তি পার্কে তথা আরও নানা জায়গায় গাছ পড়ে যায় রাস্তায়। ব্যাহত হয় যান চলাচল। এদিকে বাংলাদেশে আছড়ে পড়া ঘূর্ণীঝড় মোরার প্রভাবে , গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের নানা জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। এর আগে পূর্বাভাস ছিল যে হাওড়া , গুগলী সহ দক্ষিণবঙ্গের একটা বিশাল অংশে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত কয়েকদিনে এই সমস্ত জেলাতে বৃষ্টি হলেও, চাতক হয়ে রয়ে গিয়েছিল কলকাতা। তবে আজকের বৃষ্টির অস্বস্তির পরিমাণ কমলেও, তাপমাত্রা কতটা কমবে আগামী কয়েকদিনে তা নিয়ে ধন্দে অনেকে।
উত্তর ২৪ পরগনা থেকে শুরু করে বর্ধমান, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুরে প্রবল বৃষ্টিপাত হয়। ঝড়ের প্রভাবে প্রচুর গাছপালাও ভেঙেছে। বিদ্যুৎ বিপর্যয় তো আছেই।