For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ! রাজ্য জুড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত

ইসলামপুরে গুলিতে দুজনের মৃত্যুর প্রতিবাদে বুধবার সকাল ছটা থেকে বাংলা বনধ শুরু হয়েছে। তবে শুরু থেকে দিকে দিকে শুরু হয়েছে অশান্তি।

  • |
Google Oneindia Bengali News

ইসলামপুরে গুলিতে দুজনের মৃত্যুর প্রতিবাদে বুধবার সকাল ছটা থেকে বাংলা বনধ শুরু হয়েছে। তবে শুরু থেকে দিকে দিকে শুরু হয়েছে অশান্তি। অনেক জায়গায় বনধ শুরুর সময়ের আগেই রাস্তায় নেমে পড়েন বনধ সমর্থকরা। বেশ কিছু জায়গায় রেলের ওভারহেড তারে কলাপাতা ফেলে দেওয়া হয়। জায়গায় জায়গায় অবরোধও করা হয়।

বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ! রাজ্য জুড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত

বিজেপির ডাকা বনধের জেরে শিয়ালদহ মেন ও দক্ষিণ শাখায় ট্রেন চলাচল বিপর্যস্ত। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার লক্ষ্মীকান্তপুর সেকশনের বহরুতে ভোর ৩.৩০, মাধবপুর এবং লক্ষ্মীকান্তপুরের মধ্যে ৪.৩০ নাগাদ, গোচরণে ৪ টে নাগাদ, ডায়মন্ডহারবার সেকশনের ধানুয়ায় ৩.৩০ নাগাদ, ক্যানিং সেকশনের বেতবেড়িয়া-তালদি-ক্যানিং-এ ৩.৫৫ নাগাদ ওভারহেডে কলাপাতা ফেলে দেওয়া হয়। অন্যদিকে, লক্ষ্মীকান্তপুর সেকশনের দক্ষিণ বারাসতে রেললাইনের ওপর স্লিপার ফেলে দেওয়া হয় সকাল ছটা নাগাদ।

বিজেপির ডাকা ১২ ঘন্টার বনধ! রাজ্য জুড়ে ট্রেন চলাচল বিপর্যস্ত

কৃষ্ণনগর-শান্তিপুর সেকশনে শান্তিপুর ও ফুলিয়ার মধ্যে এবং রানাঘাট সেকশনের কাঁকিনাড়া-জগদ্দলের মধ্যে সকাল ছটা থেকে বনধ সমর্থনকারীরা অবরোধ শুরু করেন। ঠাকুরনগর-মধ্যমগ্রাম-অশোকনগরে রেল অবরোধ করেন বনধ সমর্থনকারীরা।

হাওড়া-বর্ধমান মেইন লাইনের কোন্নগরে সকাল ৬.১০ থেকে অবরোধ শুরু করেন বনধ সমর্থনকারীরা।

English summary
Rail services across the state disrupted due to Bandh called by the BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X