For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মতুয়াদের অবরোধের জের! শিয়ালদহ মেন লাইনে ট্রেন বন্ধে দুর্ভোগে নিত্যযাত্রীরা

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে অবরোধে নেমেছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ । কাজের দিনে এই অবরোধের জেরে বিপাকে পড়েন অফিসযাত্রী থেকে স্কুল কিংবা কলেজ পড়ুয়া সবাই।

  • |
Google Oneindia Bengali News

বুধবার সকালে উত্তর ২৪ পরগনার বিভিন্ন স্টেশনে অবরোধে নেমেছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ । কাজের দিনে এই অবরোধের জেরে বিপাকে পড়েন অফিসযাত্রী থেকে স্কুল কিংবা কলেজ পড়ুয়া সবাই।

মতুয়াদের অবরোধের জের! শিয়ালদহ মেন লাইনে ট্রেন বন্ধে দুর্ভোগে নিত্যযাত্রীরা

অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণের তালিকা থেকে ৪০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। জেলার তৃণমূল নেতা তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, অসমে যে চল্লিশলক্ষ মানুষের নাম বাদ পড়েছে তাঁদের মধ্যে ১২ লক্ষের বেশি মানুষ মতুয়া সম্প্রদায় ভুক্ত। এরই প্রতিবাদে আন্দোলনে সামিল হয়েছে সর্বভারতীয় মতুয়া মহাসংঘ। মতুয়াদের আন্দোলনের পাশে তৃণমূল রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মতুয়াদের অবরোধের জের! শিয়ালদহ মেন লাইনে ট্রেন বন্ধে দুর্ভোগে নিত্যযাত্রীরা

প্রথমে অবরোধ শুরু হয় মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুর, ঠাকুরনগর, সন্ডালিয়া স্টেশনে। পরে তা ছড়িয়ে পড়ে নৈহাটি, বারাসত, কাঁকিনাড়া, হালিশহর-সহ শিয়ালদহ মেন শাখার বিভিন্ন স্টেশনে স্টেশনে। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে পড়ে।

নদিয়ার চাকদহ, বাদকুল্লা, গেদে স্টেশনেও অবরোধে সামিল হয়েছিলেন মতুয়া মহাসংঘের সদস্যরা।

৩০ জুলাই অসমে জাতীয় নাগরিক পঞ্জিকরণে ৪০ লক্ষ মানুষের নাম বাদ পড়ার খবর সামনে আসার পর বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, বিজেপি যদি কোনও দিন এই রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে বাংলাদেশিদের ঘাড়ধাক্কা দিয়ে বাংলা ছাড়া করা হবে। এই কাজে যাঁরা বিরোধিতা করবে, তাঁদেরও ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া হবে।

সূত্রের খবর অনুযায়ী, দিলীপ ঘোষের এই মন্তব্যের সমালোচনায় সরব হয়েছিলেন মতুয়া মহাসংঘের বড়মা। এই মন্তব্যের প্রতিবাদেই বুধবার ভোর থেকে উত্তর ২৪ পরগনায় বিভিন্ন স্টেশনে শুরু হয় অবরোধ।

English summary
Rail Blockade called by Matua Mahasangh in protest against NRC issue
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X