For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুকুল পিছনে ফেললেন রাহুলকে! অমিত-সভা ঘিরে বিজেপির ‘সাপ-লুডো খেলা’য় জল্পনা

বিজেপি যুব মোর্চার পোস্টারে রয়েছেন বিজেপির কেন্দ্র ও রাজ্য স্তরের তাবড় নেতা-নেত্রীর ছবি। এমনকী সংযোজন হয়েছে মুকুল রায়ের ছবিও। কিন্তু উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন রাহুল সিনহা।

Google Oneindia Bengali News

বিজেপি যুব মোর্চার পোস্টারে রয়েছেন বিজেপির কেন্দ্র ও রাজ্য স্তরের তাবড় নেতা-নেত্রীর ছবি। এমনকী সংযোজন হয়েছে মুকুল রায়ের ছবিও। কিন্তু উল্লেখযোগ্যভাবে বাদ পড়েছেন রাহুল সিনহা। শনিবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে অমিত শাহের সভা। এই সভার প্রচার-পোস্টারে রাহুল সিনহার বাদ পড়া নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মুকুল পিছনে ফেললেন রাহুলকে! ‘সাপ-লুডো খেলা’য় জল্পনা

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের ১১ আগস্টের সভা ঘিরে সাজ সাজ রব শহর কলকাতায়। শহরজুড়ে পোস্টার পড়েছে। নেতা-নেত্রীদের ছবি দিয়ে সজ্জিত সেই পোস্টার। কে নেই সেই পোস্টারে! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে, সভার প্রধান বক্তা তথা সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যুব মোর্চার সর্বভারতীয় সভানেত্রী পুনম মহাজন, রাজ্য সভাপতি দেবজিৎ সরকার-রা তো আছেনই, আছেন মুকুল রায়ও।

কিন্তু নেই প্রাক্তন রাজ্য সভাপতি, তথা কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। বাংলার বুকে বিজেপির সভা, কলকাতা শহরে আযোজিত হচ্ছে সেই সভা, অথচ পোস্টারে নেই রাহুল সিনহার ছবি, এ বড়ই বিরল। বিশেষ করে দলীয় কোনও পদে না থেকেও মুকুল রায় যেখানে স্থান পেয়েছেন, সেখানে জায়গা হয়নি রাহুল সিনহার। এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।

[আরও পড়ুন : চ্যালেঞ্জ দিয়েছিলেন মুকুল, ১৫ দিনের মধ্যেই তৃণমূল জেলা সভাপতি দিলেন যোগ্য 'জবাব'][আরও পড়ুন : চ্যালেঞ্জ দিয়েছিলেন মুকুল, ১৫ দিনের মধ্যেই তৃণমূল জেলা সভাপতি দিলেন যোগ্য 'জবাব']

দলের পোস্টার ঠিক করা হয়েছে অনেক ভাবনা-চিন্তা করেই। কেননা সাধারণত সেটাই হয়ে থাকে সর্বক্ষেত্র, সর্বদলে। কোথায় কার ছবি থাকবে, কাকে কতটা গুরুত্ব দেওয়া হবে, তা স্থির করেই পোস্টার ছাপানো হয়। যেমন নরেন্দ্র মোদী ও অমিত শাহের ছবি থাকার কথা, তেমনই যুব মোর্চার এই সভার পোস্টারে ছবি থাকার কথা দিলীপ ঘোষ, পুনম মহাজন, দেবজিৎ সরকারের। প্রশ্ন উঠেছে, মুকুল রায়ের ছবি যেহেতু আছে, সেহেতু থাকা উচিত রাহুল সিনহারও ছবি। কিন্তু তা নেই! কেন? তা নিয়েই চর্চা।

রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, বিজেপির অন্দরে গুরুত্ব বাড়ছে মুকুল রায়ের। মুকুলের উচ্চতা রাহুল সিনহার চেয়ে ছাড়িয়েছে বলেই তাঁকে টপকে স্থান পেয়েছেন তৃণমূল থেকে বিজেপিতে নাম লেখানো এই নেতা। দিলীপ ঘোষের পর মুকুল রায়ের গুরুত্ব যে সর্বাপেক্ষা বেশি, তাও প্রমাণ করেছে এই পোস্টার, অন্তত এমনটাই মত রাজনৈতিক মহলের।

[আরও পড়ুন : মুকুলের গুরুত্ব বাড়ল বিজেপিতে, লোকসভা ভোটের আগে 'পুরস্কার' কেন্দ্রীয় নেতৃত্বের][আরও পড়ুন : মুকুলের গুরুত্ব বাড়ল বিজেপিতে, লোকসভা ভোটের আগে 'পুরস্কার' কেন্দ্রীয় নেতৃত্বের]

উল্লেখ্য, মুকুল রায় সম্প্রতি বিজেপির জাতীয় কর্মসমিতিতে স্থান পেয়েছেন। তবে কোনও পদ এখনও জোটেনি তাঁর। তাই বিজেপি নেতা ছাড়া দ্বিতীয় কোনও পরিচয় নেই। কিন্তু তিনি যে বাংলা বিজেপির এক অন্যতম মুখ, তা ইতিমধ্যেই প্রমাণিত। যদিও বিজেপি নেতৃত্বের ব্যাখ্যা, একটা পোস্টারে সবাইকে স্থান দেওয়া যায় না। পোস্টারে স্থান পাওয়াটাই সব নয়। বিজেপিতে এই ধরনের কোনও ভেদাভেদ নেই। এখানে সবাই গুরুত্ব পান, গুরুত্ব সহকারে কাজ করেন।

English summary
Former BJP state president Rahul Sinha is missing in BJP’s Poster. But Mukul Roy is on the poster. Speculation is growing for that.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X