For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিদি গুন্ডা তৈরি করেননি! ভোট-সন্ত্রাসীদের ‘ঠিকানা’ জানিয়ে মমতাকে খোঁচা রাহুলের

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকে রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। মনোনয়ন পর্বশেষেও তা অব্যাহত। মমতা বন্দ্যোপাধ্যায়কে গুণ্ডা-কটাক্ষে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা।

Google Oneindia Bengali News

মনোনয়ন জমা দেওয়ার প্রথম দিন থেকে রাজ্যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়েছে। মনোনয়ন পর্বশেষেও তা অব্যাহত। আসছে ভোট, তার আগে প্রাকভোট-সন্ত্রাস চলছেই। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গুণ্ডা-কটাক্ষে বিঁধলেন বিজেপির কেন্দ্রীয় নেতা রাহুল সিনহা। তিনি মুখ্যমন্ত্রীকে দিলেন ভাগাড়-খোঁচাও।

দিদি গুন্ডা তৈরি করেননি! সন্ত্রাসীদের ‘ঠিকানা’ জানালেন রাহুল

রাহুল সিনহা বলেন, আপনারা আগেও দেখেছেন এই প্রার্থী দিতে না দেওয়ার রাজনীতি। বিরোধীদের ভোটে দাঁড়াতে না দেওয়ার রাজনীতি। কারণ, সিপিএম এর শুরু করেছিল। সিপিএম যাঁদের দিয়ে এই কাজ করত, তাঁরাই এখন তৃণমূলে ভিড়েছেন। দিদি কোনও নতুন গুন্ডা তৈরি করেননি। এক সময় সিপিএমের হয়ে ভোট-লুঠেরারাই তৃণমূলে সম্পদ।

এদিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, এ এক আজব মুখ্যমন্ত্রী। রাজ্যে আজব মুখ্যমন্ত্রী কবে না বলেন, ভাগাড়ও একটা শিল্প। এখন রাজ্যের নানা জায়গা থেকে শুধু ভাগাড় বের হচ্ছে। শকুনের খাবার খাওয়ানো হচ্ছে মানুষকে। দিদিভাই এখন পচা ভাগাড়কেই শিল্প করে দিয়েছেন। দেখবেন কবে তিনি মঞ্চে উঠে বলে দিয়েছেন, ভাগাড়ও একটা শিল্প।

সেইসঙ্গে তিনি বলেন, পঞ্চায়েতের লুঠ করা টাকা দিয়ে সম্পত্তি করেছে তৃণমূল। বিজেপি ক্ষমতায় এলে সেইসব সম্পত্তি নিলাম করা হবে। তারপর সেই টাকা সাধারণ মানুষকে বিলিয়ে দেওয়া হবে। ঘাসফুলকে যতক্ষণ না মিলিয়ে দেওয়া সম্ভব হচ্ছে, ততক্ষণ আমাদের লড়াই চলবে। ঘাসফুলকে আমরা ঘাসে মিলিয়েই ছাড়ব।

English summary
Rahul Sinha criticizes CM Mamata Banerjee on Nomination issue. He also attacks CPM on the issues of vote violence.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X