For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়াত 'ঠুমরি সম্রাজ্ঞী' গিরিজা দেবী, শোকস্তব্ধ সঙ্গীত জগৎ

এদিন কলকাতার বিএম বিড়লা হাসপাতালে সন্ধ্যা রাতে প্রয়াত হলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী গিরিজা দেবী।

  • |
Google Oneindia Bengali News

সেমি ক্লাসিক্যাল ভারতীয় সঙ্গীতকে প্রতিষ্ঠা দিয়েছিলেন তিনি। পরিচিত ছিলেন 'ঠুমরি কুইন' হিসাবে। এদিন কলকাতার বিএম বিড়লা হাসপাতালে সন্ধ্যা রাতে প্রয়াত হলেন প্রখ্যাত ধ্রুপদী সঙ্গীত শিল্পী গিরিজা দেবী। হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকে গত হয়েছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৮ বছর।

প্রয়াত হলেন 'ঠুমরি সম্রাজ্ঞী' গিরিজা দেবী

১৯৪৯ সালে এলাহাবাদের অল ইন্ডিয়া রেডিও দিয়ে জনসমক্ষে সঙ্গীত পেশ শুরু হয় গিরিজা দেবীর। পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ- তিনটি সম্মানই পেয়েছেন তিনি। এর পাশাপাশি সঙ্গীত নাটক অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ও সঙ্গীত নাটক অ্যাকাডেমি ফেলোশিপ সম্মান পেয়েছেন তিনি।

বেশ কিছুদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন তিনি। এদিন মঙ্গলবারই সকালে সাড়ে ১১টা নাগাদ হাসপাতালে ভর্তি হন। এদিনই রাত সাড়ে আটটার পরে প্রয়াত হয়েছেন এই বিশিষ্ট সঙ্গীতশিল্পী।

সেনিয়া ও বেনারস ঘরানার শিল্পী ছিলেন গিরিজা দেবী। ১৯২৯ সালের ৮ মে বারাণসীতে জন্ম তাঁর। ছোট্ট বয়স থেকেই খেয়াল ও টপ্পা শেখেন তিনি। পরে ১৯৪৬ সালে বিয়ের পর ১৯৪৯ সালে প্রথমবার অল ইন্ডিয়া রেডিওয় সঙ্গীত পরিবেশন করেন তিনি।

পরের দিকে কলকাতায় চলে আসেন। ষাটের দশকে কলকাতার আইটিসি সঙ্গীত রিসার্চ অ্যাকাডেমির ফ্যাকাল্টি মেম্বার ছিলেন। পরে আশির দশকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে পড়ান। ২০০৯ সাল পর্যন্ত সারা বিশ্বের নানা জায়গায় ঘুরে অনুষ্ঠান করেছেন গিরিজা দেবী।

English summary
Queen of Thumri, singer Girija Devi passed away at the age of 88 in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X