For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন ব্যবস্থায় মাঝেরহাটে শীঘ্রই শুরু যান চলাচল! রেলকে চিঠি দিচ্ছে পূর্ত দফতর

মাঝেরহাটে লেভেল ক্রসিং তৈরি করে যানবাহন চালানো শুরু করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। দুএকদিনের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়ে পূর্বরেলকে চিঠি দেওয়া হবে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাটে লেভেল ক্রসিং তৈরি করে যানবাহন চালানো শুরু করা হবে। সূত্রের খবর অনুযায়ী, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। দুএকদিনের মধ্যে সিদ্ধান্তের কথা জানিয়ে পূর্বরেলকে চিঠি দেওয়া হবে। আলোচনার পর লেভেল ক্রসিং তৈরি করার সঙ্গে সঙ্গে পিচের রাস্তা তৈরি করা হবে বলেও জানা গিয়েছে।

নতুন ব্যবস্থায় মাঝেরহাটে শীঘ্রই শুরু যান চলাচল! রেলকে চিঠি দিচ্ছে পূর্ত দফতর

মাঝেরহাটের ভেঙে পড়া ব্রিজের বাকি অংশ রেখেই সারাই করা হবে, নাকি নতুন করে তা তৈরি করা হবে, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারেনি রাজ্য সরকার। এনিয়ে মুখ্যসচিবের বেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি বিভিন্ন বিষয় পর্যালোচনা করছে।

কিন্তু বেহালা, ঠাকুরপুকুর এলাকার বাসিন্দাই শুধু নয়, দক্ষিণ ২৪ পরগনার একাংশের বাসিন্দাদের কষ্ট লাঘব করতে শীঘ্রই যানবাহন চালু শুরু হবে মাঝেরহাটের ভেঙে পড়া ব্রিজের পাশ দিয়েই। রেললাইনের ওপর দিয়ে পিচের রাস্তা তৈরি করা হবে। দুপাশে বসানো হবে লেভেল ক্রসিং। সূত্রের খবর অনুযায়ী, আপাতত এমনই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছে পূর্ত দফতর। বিষয়টি নিয়ে পূর্ব রেল এবং পোর্টট্রাস্টকে চিঠি দেওয়া হচ্ছে। পদ্ধতি নিয়ে আলোচনা করার পর শীঘ্রই কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে।

পূর্ত দফতর সূত্রে খবর, বেশির ভাগ ইঞ্জিনিয়ারই ব্রিজ ভেঙে দিয়ে নতুন করে ব্রিজ তৈরির পক্ষে। তবে সেজন্য যেমন অর্থের প্রয়োজন, তেমনই কাজটি সময় সাপেক্ষও বটে। কিন্তু সামনেই রয়েছে বাঙালির সব থেকে বড় উৎসব। বেহালায় রয়েছে একাধিক বড় পুজো কমিটি। ব্রিজ ভেঙে পড়ার পর থেকে পুজো কমিটিগুলির কর্তারা তাদের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আতান্তরে পড়েছিলেন। সেক্ষেত্রে পূর্ত দফতরের এই সিদ্ধান্ত যে তাদের মুখে হাসি ফোটাবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

English summary
PWD will build level crossing across the rail line to start driving of cars beside Majherhat Bridge collapse side
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X