For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আগে রাস্তা না ব্রিজ, মাঝেরহাট অচলাবস্থা কাটানো নিয়ে তরজা এখন তুঙ্গে

মাঝেরহাটের ভেঙে পড়া ব্রিজ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যত পরিকল্পনা করতেও বলা হয়েছে সরকারি পর্যায়ে।

  • |
Google Oneindia Bengali News

মাঝেরহাটের ভেঙে পড়া ব্রিজ নিয়ে কমিটি গঠন করা হয়েছে। ভবিষ্যত পরিকল্পনা করতেও বলা হয়েছে সরকারি পর্যায়ে। যদিও এরই মধ্যে পিডব্লুডি ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশের মত, ওই ব্রিজ না সারিয়ে নতুন করে তৈরি করা হোক।

মাঝেরহাট ব্রিজের ভবিষ্যত নিয়ে চলছে আলোচনা! এমনই মত জানালেন পিডব্লুডি-র অধিকাংশ ইঞ্জিনিয়ার

সূত্রের খবর অনুযায়ী, পিডব্লুডি ইতিমধ্যেই ব্রিজ নিয়ে তাদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে। তাতে বলা হয়েছে ভেঙে পড়া অংশ বাদ দিয়ে ব্রিজের বাকি অংশ নিরাপদ। বৃহস্পতিবার সেই রিপোর্ট মুখ্যসচিবের কাছে জমা পড়েছে বলে খবর। পুরনো ব্রিজ ভাঙতে এবং তা নতুন করে গড়ে তুলতে প্রচুর সময়ের প্রয়োজন। যা খরচ সাপেক্ষও বটে।

মাঝেরহাট ব্রিজের ভবিষ্যত ঠিক করতে বুধবার নবান্নে বেশ কয়েকদফা বৈঠক হয়েছে বলে খবর। সেখানে থাকা বেশিরভাগ ইঞ্জিনিয়ার ব্রিজটিকে নতুন করে গড়ে তোলার পক্ষেই মত দিয়েছেন বলে জানা গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রযুক্তিবিদ জানিয়েছেন, তাঁরা তাঁদের মত প্রকাশ করেছেন। এখন সরকারি উত্তরের অপেক্ষায় রয়েছেন তাঁরা। তবে ব্রিজের ভবিষ্যত নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করা ছাড়াও আরও বিশেষজ্ঞের মত নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে। এসবই মুখ্যসচিবের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হবে বলে জানমা গিয়েছে।

পিডব্লুডির সিনিয়র ইঞ্জিনিয়াররা দুর্ঘটনার পর থেকে বেশ কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রিজে সার্ভে চালিয়েছেন। নোট নিয়েছেন। স্ট্রাকচারাল এবং সিভিল ইঞ্জিনিয়ারদের সঙ্গেও কথা বলেছেন। পিডব্লুডি সূত্রে খবর, নতুন ব্রিজ তৈরির অর্থ একটা নতুন কাঠামো তৈরি, যা কমপক্ষে পাঁচ দশক স্থায়ী হবে।

পিডব্লুডির তরফ থেকে খড়গপুর আইআইটি ছাড়াও শিবপুর আইআইইএসটির মতামত নেওয়ার কথাও বলা হয়েছে। কী ভাবে কম সময়ে নতুন ব্রিজ তৈরি করা যায় সেই বিষয়টিও আলোচনার মধ্যে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে শনিবার মুখ্যসচিব মলয় দে এবং সেনা কর্তৃপক্ষের মধ্যেও আলোচনা হয় বলে জানা গিয়েছে।

তবে পিডব্লুডির ইঞ্জিনিয়ারদের বেশিরভাগ অংশের মতে নতুন ব্রিজ তৈরি হলেই ভাল। তবে সময়ের দিকটিও ভাবাচ্ছে তাদের।

English summary
PWD for rebuilding Majherhat Bridge despite time & cost factors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X