For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জনপ্রিয় এক টিভি-শো-এ এসেছিল খ্যাতি, পূর্বালোক মিলন উৎসবে জাদুর ছোঁয়া দিলেন সৌমিলি

দেড় দশকেরও বেশি সময় ধরে বাঙালির ঘরে ঘরে পরিচিত মুখ সৌমিলি। ২০০০-২০০১ সালে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক টিভি রিয়্যালিটি চ্যাট-শো-এর মাধ্যমে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন সৌমিলি।

Google Oneindia Bengali News

উৎসবের আনন্দে এখন মাতোয়ারা পূর্বালোক। প্রজাতন্ত্র দিবসের দিন চিল এই উৎসবের দ্বিতীয় দিন। এদিন সন্ধ্যার পর থেকে পূর্বালোকের সাংস্কৃতিক মঞ্চে ছিল একাধিক আয়োজন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল অভিনেত্রী সৌমিলি বিশ্বাসের নৃত্য পরিবেশনা।

উৎসবে মাতোয়ারা পূর্বালোক, চমকে দিল সৌমিলির পারফরম্য়ান্স

দেড় দশকেরও বেশি সময় ধরে বাঙালির ঘরে ঘরে পরিচিত মুখ সৌমিলি। ২০০০-২০০১ সালে ছাত্র-ছাত্রীদের নিয়ে এক টিভি রিয়্যালিটি চ্যাট-শো-এর মাধ্যমে পাদপ্রদীপের আলোয় এসেছিলেন সৌমিলি। তারপর আস্তে তিনি পেশাদার জীবনে ঠিকানা গেড়েছেন অভিনয় জগতেই। অভিনয়ের পাশাপাশি একজন পেশাদুরস্ত নৃত্যশিল্পীও সৌমিলি। একটা সময় থাঙ্কুমণি কুট্টির কাছে নৃত্য প্রশিক্ষণ নিয়েছেন। এহেন সৌমিলি প্রজাতন্ত্র দিবসে পূর্বালোক মিলন উৎসবের মঞ্চ মাতিয়ে দিলেন।

সৌমিলির সঙ্গেই নৃত্য পরিবেশনায় ছিলেন অর্ণব এবং তাঁর দল। পূর্বালোক মিলন উৎসবে সামিল হতে পেরে খুশি সৌমিলি। প্রজাতন্ত্র দিবস থাকায় তিনি সেভাবে নিজের নৃত্য পরিবেশনাকে সাজিয়েছিলেন বলেও ওয়ান ইন্ডিয়া বাংলাকে জানান।

[আরও পড়ুন-- পূর্বালোক মিলন উৎসবে বুড়ো হাড়েও ভেলকি, ৭০ পেরিয়েও অসীম দমে সকলকে পিছনে ফেললেন জহর][আরও পড়ুন-- পূর্বালোক মিলন উৎসবে বুড়ো হাড়েও ভেলকি, ৭০ পেরিয়েও অসীম দমে সকলকে পিছনে ফেললেন জহর]

বাংলা গান থেকে বর্তমান সময়ের বেশকিছু জনপ্রিয় হিন্দি গান-এর সঙ্গেও সৌমিলি এবং তাঁর দল নৃত্য পরিবেশনা করে।

English summary
Purbalok Milan Utsav is now in full gear. On second the local fest has witnessed the performance of actress Soumili Biswas.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X