For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যে 'নিপা' আতঙ্ক! মৃত জওয়ানের দেহে কি মিলল ভাইরাস, কী বলছে পুনের ইনস্টিটিউট

আলিপুর কমান্ড হাসপাতালে জ্বরে মৃত সেনা জওয়ানের দেহে নিপা ভাইরাস ছিল না। দেহরস পরীক্ষার পর এমনটাই জানিয়েছে, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ২৭ মে কমান্ড হাসপাতালে মৃত্যু হয় জওয়ানের।

  • |
Google Oneindia Bengali News

আলিপুর কমান্ড হাসপাতালে জ্বরে মৃত সেনা জওয়ানের দেহে নিপা ভাইরাস ছিল না। দেহরস পরীক্ষার পর এমনটাই জানিয়েছে, পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। ২৭ মে কমান্ড হাসপাতালে মৃত্যু হয় জওয়ানের। তখন অনেকেই সন্দেহ করেছিলেন, শিমু প্রসাদ নামে ওই জওয়ান হয়ত নিপা ভাইরাসে আক্রান্ত।

রাজ্যে নিপা আতঙ্ক! মৃত জওয়ানের দেহে কি মিলল ভাইরাস, কী বলছে পুনের ইনস্টিটিউট

প্রবল জ্বরে আলিপুর কমান্ড হাসপাতালে এক জওয়ানের মৃত্যু ২৭ মে । ফোর্ট উইলিয়ামে কর্মরত ওই জওয়ানের নাম শিমু প্রসাদ। দিন কয়েক আগে তিনি কেরল থেকে ফিরেছিলেন। ২০ মে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। নিপা ভাইরাসেই তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করেন চিকিৎসকরা। তাঁর দেহরসের নমুনা সংগ্রহ করে পুনেতে পাঠানো হয়।

অন্যদিকে, বেলেঘাটা আইডি-তে জ্বর নিয়ে ভর্তি থাকা মুর্শিদাবাদের যুবকদের এক এক করে ছেড়ে দেওয়া হয়েছে বেলেঘাটা আইডি থেকে। তাদের কারও দেহেই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই জানা গিয়েছে।

English summary
Pune National Institute Virology says, there was not Nipah virus in dead army jawan's body in Kolkata
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X