For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তার কুকুরকে মারের প্রতিবাদ, রাতের শহরে প্রতিবাদী পেটাল যুবক

কুকুরকে মারধরের প্রতিবাদ করে টার্গেট হয়ে গেল যুবক। রাস্তায় ফেলে প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করা হল। রাতের শহরে ঘটে গেল এই নির্মম অমানবিক ঘটনা।

Google Oneindia Bengali News

কলকাতা, ১১ এপ্রিল : কুকুরকে মারধরের প্রতিবাদ করে টার্গেট হয়ে গেল যুবক। রাস্তায় ফেলে প্রতিবাদী যুবককে বেধড়ক মারধর করা হল। রাতের শহরে ঘটে গেল এই নির্মম অমানবিক ঘটনা।

গুরুতর জখম হয়ে প্রতিবাদী যুবক এখন হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, জখম যুবকের নাম স্বপন হালদার। তার বাড়ি টলিগঞ্জ রোডে। রাতে বাড়ি ফেরার সময় প্রহৃত হন তিনি।

কুকুর প্রহারের প্রতিবাদ, প্রতিবাদীকে ধরেই পিটুনি

রাতের শহরে রাস্তার একটি কুকুরকে মারধর করছিল কয়েকজন যুবক। বাঙ্গুর হাসপাতালের সামনের রাস্তায় এই ঘটনা দেখে থমকে দাঁড়ান স্বপনবাবু। প্রতিবাদ করেন যুবকদের পশু নির্যাতনের কাণ্ড কারখানা দেখে। তখনও তিনি ভাবেননি এই প্রতিবাদের কী মাশুল দিতে হবে তাঁকে। অভিযুক্ত যুবকেরা এরপর কুকুর ছেড়ে স্বাপনবাবুর উপর চড়াও হন। তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক প্রহার করতে থাকে। তাঁর মাথায়, চোখে গুরুতর আঘাত লাগে। এরপর কোনওরকমে তিনি পালিয়ে বাঁচেন।

রিজেন্ট পার্ক থানায় গিয়ে তিনি অভিযোগ করেন। পুলিশ স্বপনকে ভর্তি করে হাসপাতালে। তাঁর বাড়িতে খবর দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে। শীঘ্রই অভিযুক্তদের গ্রেফতার করা যাবে বলে আশ্বাস পুলিশের।

English summary
Protesting of beating to a street dog defendant was beaten at Kolkata in night
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X