For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছাড়তে হবে দেশ, কারণ জানিয়ে পার্কসার্কাসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি রাহুল সিনহার

পার্কসার্কাসের আন্দোলনকারীদের হুঁশিয়ারি রাহুল সিনহার

  • |
Google Oneindia Bengali News

সিএএ বিরোধী আন্দোলন চলছে দেশের বিভিন্ন জায়গায়। দিল্লির শাহিন বাগের পাশাপাশি অপর যে জায়গার নাম এব্যাপারে উল্লেখ করা যায়, তাহল এই শহরের পার্ক সার্কাস। এই আন্দোলনে অংশ নিয়েছেন মূলত মহিলা ও শিশুরা। এবার সেই আন্দোলনকে আক্রমণ করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।

রাহুল সিনহার অভিযোগ

রাহুল সিনহার অভিযোগ

রাহুল সিনহাকে এদিন প্রশ্ন করা হলে তিনি বলেন, পার্ক সার্কাসে যে বাচ্চারা আন্দোলন করছে, তারা বিদেশি বাচ্চা। এখানে সবাই বাংলাদেশি মুসলমান। ওদের সবাইকে ভারত ছাড়তে হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি তাঁর দাবি এখানে আজাদির স্লোগান চলবে না। যারা এদেশের নন, তাদের এদেশ ছাড়তে হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

জাতীয় পতাকা হাতে ধরলেই....

জাতীয় পতাকা হাতে ধরলেই....

রাহুল সিনহা বলেন, জাতীয় পতাকা হাতে ধরলেই কি সব মেনে নিতে হবে। তিনি বলেন, ভারতকে টুকরো করতে চায় যারা, তারাই এখানে জাতীয় পতাকা ধরেছে।

যাদবপুর নিয়ে মমতাকে আক্রমণ

যাদবপুর নিয়ে মমতাকে আক্রমণ

যাদবপুর নিয়ে এদিন রাহুল সিনহা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। তাঁর অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় দেশবিরোধী কাজ করছেন। বিজেপি ক্ষমতায় আসলে ২ মাসের মধ্যে যাদবপুর ঠিক করে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাহুল সিনহার মন্তব্যের সমালোচনা

রাহুল সিনহার মন্তব্যের সমালোচনা

এদিন রাহুল সিনহার মন্তব্যের সমালোচনা শোনা গিয়েছে বিজেপি বিরোধী সবকটি দলের তরফ থেকে। সিপিএম-এর তরফ থেকে বলা হয়েছে, নির্বোধের মতো মন্তব্য করছেন রাহুল সিনহা।

পার্ক সার্কাসে অবস্থান শুরু হয়েছে ৬ জানুয়ারি

পার্ক সার্কাসে অবস্থান শুরু হয়েছে ৬ জানুয়ারি

পার্ক সার্কাস ময়দানে সিএএ-র বিরোধী অবস্থান শুরু হয়েছে ৬ জানুয়ারি থেকে। প্রজাতন্ত্র দিবসে এই আন্দোলন ২০ দিন পেরিয়ে গিয়েছে। প্রতিদিন বহু মানুষ আসছেন পার্ক সার্কাসে। এখানে আসা সবাই বলছেন ধর্মের ভিত্তিতে সংবিধানে যে পরিবর্তন আনার চেষ্টা বর্তমান সরকার করছে তা কোনও ভাবেই সমর্থন করা যায় না।

English summary
Protesters of Park Cirsus against CAA must leave India, claims BJP leader Rahul Sinha. Several opposite parties criticised this statement.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X