For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জমি জালিয়াতি ও আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ, গ্রেফতার গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়

জমি জালিয়াতি ও পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে গ্রেফতার হলেন প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিতকে ৭দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

জমি জালিয়াতি ও পরে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকির অভিযোগে গ্রেফতার হলেন প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়। গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিতকে ৭দিনের পুলিশি হেফাজত দেওয়া হয়েছে। সাহজান সমাদ্দার নামে একজনের অভিযোগের ভিত্তিতে অমিত গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করে সোনারপুর থানা।

জমি জালিয়াতি ও আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ, গ্রেফতার গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়

জানা গিয়েছে, সাহজান সমাদ্দার নামে ওই ব্যক্তি সোনারপুর থানায় দায়ের করা অভিযোগে জানান, জালিয়াতি করে গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায় তাঁদের পারিবারিক বাস্তুভিটের মালিকানা নিয়ে নিয়েছেন। উপরুন্তু, এই ঘটনার প্রতিবাদ করায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাঁকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন সাহজান।

জমি জালিয়াতি ও আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ, গ্রেফতার গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়

এই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সোনারপুর থানা। রবিবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়কে। অভিযোগ, শুধু সাহজান-ই নয় এমন বহু মানুষের কাছ থেকে জালিয়াতি করে জমি হাতিয়েছেন অমিত। সোনারপুর থানা সেই সব ঘটনারও তদন্ত করছে বলে পুলিশ সূত্রে খবর। অমিত গঙ্গোপাধ্যায়কে জেরা করে এই ঘটনার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও মনে করছে পুলিশ।

অমিত গঙ্গোপাধ্যায়ের ঘটনার সঙ্গে এক দশক আগে কলকাতার বুকে ঘটে যাওয়া হলদিরাম গ্রুপের মালিকের গ্রেফতারির ঘটনা মিলে যাচ্ছে। বড় বাজারে একটি বহুতল গড়তে চা-এর দোকানের মালিক ও তাঁর ছেলেকে খুনের জন্য সুপারি কিলার নিয়োগ করেছিল হলদিরাম গ্রুপের প্রধান প্রভুশঙ্কর আগরওয়াল। সেই ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে এখন জেলে রয়েছে প্রভুশঙ্কর। ৫০০ কোটি টাকা টার্নওভার গ্রুপের মালিকের এই ঘটনায় দেশজুড়ে হইচই পড়েছিল।

জমি জালিয়াতি ও আগ্নেয়াস্ত্র সহ হুমকির অভিযোগ, গ্রেফতার গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্যায়

হলদিরাম গ্রুপের মতো না হলেও গাঙ্গুলি গ্রুপ এই মুহূর্তে কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং সোনারপুর-রাজপুর এলাকায় রিয়্যাল এস্টেট বিজনেসে অন্যতম বড় নাম। তাদের তৈরি একাধিক বহুতল গত কয়েক বছরে ফ্ল্যাট কিনতে চাওয়া মানুষদের মধ্যে সাড়া জাগিয়েছে। সম্প্রতি গাঙ্গুলি গ্রুপ একাধিক ফ্ল্য়াগশিপ প্রজেক্ট-ও লঞ্চ করেছে। স্বাভাবিকভাবে এহেন গাঙ্গুলি গ্রুপের প্রধানের গ্রেফতার দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন এলাকা এবং সোনারপুর-রাজপুর এলাকায় হইচই ফেলে দিয়েছে। এই গ্রেফতারি নিয়ে অবশ্য গাঙ্গুলি গ্রুপ এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি। অভিযোগকারী সাহজান সমাদ্দারের প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। তবে, বিশ্বস্ত সূত্রে খবর, গাঙ্গুলি গ্রুপের প্রধান অমিত গঙ্গোপাধ্য়ায়ের বিরুদ্ধে এর আগেও জমি জালিয়াতি ও হুমকি দিয়ে জমি দখলের বহু অভিযোগ এসেছে। কিন্তু, শাসকদলের ঘনিষ্ঠ হওয়ায় তাঁর বিরুদ্ধে কখনও ব্যবস্থা নেওয়া যায়নি। সম্প্রতি বিজেপি-র দিকে নাকি ঝুঁকেছিলেন অমিত। ফলে তাঁর গ্রেফতারিতে রাজনৈতিক মহলের একটা অংশ রাজনীতির গন্ধও পাচ্ছেন।

English summary
Amit Gangully is the head of Gangully group is labled on forgery and extortion chages, as a reusult he is arrestes by Sonarpur thana and sent to seven days police custody on Monday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X