For Quick Alerts
For Daily Alerts
শহরের বেসরকারি ব্যাঙ্কে আগুন-আতঙ্ক! ছুটির দুপুরে হিমশিম দমকলের
রবিবারের দুপুরে বেসরকারি ব্যাঙ্কে আগুন। ঘটনাস্থল দক্ষিণ কলকাতার হরিশ চ্যাটার্জি রোড। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকলের ৫ টি ইঞ্জিন। শাটার কেটে, কাঁচ ভেঙে আগুন নেভানোর কাজ শুরু করেন দমকলকর্মীরা। তবে কীভাবে আগুন তা এখনও পরিষ্কার নয়।

হরিশ চ্যাটার্জি রোডে বেসরকারি ব্যাঙ্ক। তারই পিছনের দিকের জানালা দিয়ে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় দমকলে। সামনের শাটার কেটে প্রথমে চেষ্টা করেন দমকলকর্মীরা। অন্যদিকে, পিঠনের দিকে ল্যাডার দিয়ে বাথরুমের ফ্যানলাইটের মধ্যে দিয়েও জল দেওয়ার চেষ্টা করে দমকলকর্মীরা।
সূত্রের খবর অনুযায়ী, ব্যাঙ্কের মধ্যে থাকা বেশ কিছু নথি, আসবাব পুড়ে গিয়েছে। তবে কী কারণে আগুন তা জানা যায়নি।