অবৈধ সম্পর্কে জড়িয়েছিলেন পুরোহিত! ঘটে গেল মর্মান্তিক কাণ্ড
বেহালা রাবীন্দ্রনগরে একটি বাড়ি থেকে একব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার । ব্যক্তির নাম সিদ্ধার্থ ভট্টাচার্য্য। মৃত ব্যক্তি বেহালা সিদ্ধেশ্বরী মন্দিরের পুরোহিত ছিলেন বলে খবর। বিবাহিত হওয়া সত্ত্বেও আর এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। মাঝেমধ্যেই দ্বিতীয় সম্পর্কে যুক্ত মহিলার বাড়িতে গিয়ে থাকতেন।

গত কাল রাতে সেই মহিলার বাড়ি থেকেই তার ঝুলন্ত দেহ উদ্ধার। প্রথম স্ত্রী বক্তব্য বেশ কয়েক বছর ধরে এক মহিলার সাথে সম্পর্ক হয়। সেই মহিলা প্রচুর টাকা পয়সা নিত সিদ্ধার্থর কাছ থেকে। গতকালের সেই টাকা পয়সা নিয়েই সম্ভবত কোন ঝামেলা হয়েছে ,তারপরে তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে ওই মহিলা। এমনই অনুমান পুলিশ সূত্রের। থানায় অভিযোগ করা হয়েছে সিদ্ধার্থর পরিবার থেকে তদন্তে পর্ণশ্রী থানা পুলিশ।
গোটা ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। আদৌ টাকা পয়সা নাকি অন্য কোনও কারমে এই খুন , তা নিয়ে রয়েছে সংশয়।