For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা, বিশ্ববঙ্গ সম্মেলনে মমতার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি বলেন, অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা। বাংলা এই মুহূর্তে দেশের অগ্রগণ্য রাজ্যের মধ্যে একটি। বাংলায় শিল্পের আদর্শ পরিবেশ রয়েছে। তাই বাংলা বিনিয়োগের আদর্শ স্থান হতে পারে।

Google Oneindia Bengali News

কলকাতা, ২০ জানুয়ারি : রাজ্যের প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মিলনমেলায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার তৃণমূল সরকারের ঢালাও প্রশংসা করলেন তিনি। রাষ্ট্রপতি বলেন, অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা। বাংলা এই মুহূর্তে দেশের অগ্রগণ্য রাজ্যের মধ্যে একটি। বাংলায় শিল্পের আদর্শ পরিবেশ রয়েছে। তাই বাংলা বিনিয়োগের আদর্শ স্থান হতে পারে।[অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা, বিশ্ববঙ্গ সম্মেলনে মমতার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি]

শুক্রবার মিলন মেলায় বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মলনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তিনি উদ্বোধনের পর বলেন, বিশ্বজুড়ে অর্থনীতি বেহাল। টলোমলো অর্থনীতিতর মধ্যে ধুঁকছে ইউরোপ জোন। তারই মধ্যে লড়ছে ভারত। প্রতিকূলতার মধ্যেও ভারত এগিয়ে চলেছে। এখানে আর্থিক বৃদ্ধির হারও যথাযথ। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। আবার সুদের হারও কম।[বাংলাকে পরিবার ভাবুন, সরকার নয়, আপনাদের আহ্বান করছে একটা পরিবার : মমতা ]

অতীত সরিয়ে এগোচ্ছে বাংলা, বিশ্ববঙ্গ সম্মেলনে মমতার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি

অতএড় এমন একটা দেশ, যে দেশ প্রতিকূলতা সত্ত্বেও বিশ্বের দরবারে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, সেই দেশ বিনিয়োগের আদর্শ। আর বলার অপেক্ষা রাখে না, দেশের যে সমস্ত রাজ্যগুলি খুব ভালো কাজ করছে, তার মধ্যে বাংলা রয়েছে উপরের সারিতে। এই অগ্রগণ্য বাংলায় লগ্নিকারীরা লগ্নি করতেই পারেন।['বাংলায় আসুন, বিনিয়োগ করুন, মুখ্যমন্ত্রী সাহায্য করতে প্রস্তুত', আহ্বান জানালেন সৌরভ ]

রাষ্ট্রপতি এদিন শুধু বাংলার সরাকারের নয়, ঢালাও প্রশংসা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। তিনি বলেন, বাংলায় সোনালি সুদিন ফিরবে মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে। তাঁর উদ্যোগে হৃত গৌরব ফিরবেই। ২০১১ সাল থেকে মমতা দায়িত্ব নিয়েছেন। তারপর বাংলার হাল ফিরতে শুরু করেছে। তিনি নিজ উদ্যোগে বাংলায় বিদেশি বিনিয়োগ টানার চেষ্টা করছেন।[নোটকাণ্ডের পরোক্ষ প্রভাব! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে আমন্ত্রিত হয়েও নেই জেটলি]

শুধু রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ই প্রশংসায় পঞ্চমুখ হননি, পাল্টা কৃতজ্ঞতা স্বীকার করেছেন মমতাও। তিনি বলেন, এই সম্মেলন বাংলার বুকে একটা মাইলস্টোন, রাজ্যের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকল এই সম্মেলন। রাষ্ট্রপতির উপস্থিতি আমাদের আরও ভালো করার প্রেরণা জোগালো।

English summary
Bengal is moving away from the past. President Pranab Mukherjee praised Mamata Banerjee from Bengal Global Business Summit.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X