For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রেসিডেন্সিতে অভব্য বিক্ষোভ, রাতভর টানা ঘেরাও উপাচার্য

  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ২২ অগাস্ট : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দিয়ে শুরু হয়েছিল। তবে পরে তা বদলে গিয়ে রাতভর উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ে আটকে রেখে নজিরবিহীন বিক্ষোভে মেতেছে ঐতিহ্যশালী প্রেসিডেন্সির ছাত্রদের কিয়দংশ।

ঘটনা হল, শুক্রবার মুখ্যমন্ত্রীর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা ছিল। এক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে অর্থসাহায্যই যার মূল উদ্দেশ্য। সেকাজও সারেন মুখ্যমন্ত্রী। ১৫০ কোটি টাকার অনুদান ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের জন্য।

প্রেসিডেন্সিতে অভব্য বিক্ষোভ, রাত থেকে টানা ঘেরাও উপাচার্য


এর মাঝেই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাতে শুরু করে একদল পড়ুয়া। তাদের দাবি ২০১২ সালের ১০ জুলাই প্রেসিডেন্সিতে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় জবাব দিন মুখ্যমন্ত্রী। এই নিয়ে পোস্টারও পড়ে প্রেসিডেন্সিতে।

বিকালে মমতা বন্দ্য়োপাধ্যায় সেখানে গেলে তাঁকে সুরক্ষা নেওয়ার জন্য পুলিশও সেখানে যায়। মুখ্যমন্ত্রীর দিকে পড়ুয়ারা ধেয়ে গেলে পুলিশ বাধা দেয়। তাতে খানিক ধ্বস্তাধস্তি হয়। এরপর অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী চলে গেলেও গতকাল থেকে এখনও বিশ্ববিদ্য়ালয়ে উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘেরাও করে বিক্ষোভ চালাচ্ছে পড়ুয়ারা।

কেন ক্য়াম্পাসে পুলিশ ঢুকল, এখন সেই দাবিতেই বিক্ষোভ করছে পড়ুয়ারা। এর জবাবে রাতভর ঘেরাও উপাচার্য জানিয়েছেন, তিনি পুলিশ ডাকেননি। মুখ্যমন্ত্রী ভিভিআইপি। তাঁকে নিরাপত্তা দিতেই পুলিশ এসেছিল। অনুষ্ঠানের পরে তারা চলেও গিয়েছে।

একইসঙ্গে পদত্যাগের দাবি উড়িয়ে তিনি জানান, অযৌক্তিকভাবে তাঁর পদত্যাগ দাবি করা হচ্ছে। ছাত্রছাত্রীরা গিয়ে পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তি করেছে। এতে তিনি কেন পদত্যাগ করবেন? পড়ুয়াদের অনেকেই চান না তিনি পদত্য়াগ করুন। তাই ঘেরাও চললে তিনি এখানেই বসে থাকবেন। এমনকী পুলিশও ডাকবেন না বলে জানিয়ে দিয়েছেন উপাচার্য অনুরাধাদেবী।

English summary
Presidency University- students gherao Vice Chancellor Anuradha Lohia
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X