For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খুঁটি পুজো দিয়ে শুরু! পুজোর দিকে এগোল আলিপুর ৭৮ পল্লি

রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে কার্যত পুজোর সূচনা হয়ে গেল আলিপুর আটাত্তর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির।

  • By Rahul Roy
  • |
Google Oneindia Bengali News

রবিবার খুঁটি পুজোর মধ্য দিয়ে কার্যত পুজোর সূচনা হয়ে গেল আলিপুর আটাত্তর পল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটির। আলিপুর আটাত্তর পল্লি সর্বজনীন দুর্গোৎসব এবার ষাটে পা দিতে চলেছে। এ বছর এই দুর্গোৎসব এর থিম "বিশ্রাম"। দক্ষিণ কলকাতার এই পুজো কমিটি প্রতিবছরেই কিছু না কিছু চমক দিয়ে থাকে। ব্যতিক্রম ঘটছে না এবারও।

খুঁটি পুজো দিয়ে শুরু! পুজোর দিকে এগোল আলিপুর ৭৮ পল্লি

এবছর যেহেতু ৬০-এ পা দিতে চলেছে এই পুজো কমিটি, তাই বিশেষ নজর কাড়তে চলেছে এবারের ভাবনা। হীরক জয়ন্তী বর্ষে আলিপুর ৭৮ পল্লি সর্বজনীন দুর্গোৎসবের বিশ্রাম ভাবনার সমগ্র পরিকল্পনায় অভিজিৎ ঘটক। আবহ সঙ্গীতে গৌতম ব্রহ্ম।
পুজো কমিটির সম্পাদক সৌরভ মজুমদার ও পুজো কমিটির সভাপতি বিপ্লব মিত্রের এবারের থিম নিয়ে প্রত্যাশা অনেকখানিই। এবারের দুর্গোৎসবে দক্ষিণ কলকাতায় বাজিমাত করবেন তারাই, এমনটাই প্রত্যাশা করছেন পুজো কমিটির কর্তারা।
রবিবার মেঘলা আবহাওয়ার মধ্যে আড়ম্বরের সঙ্গে হয়ে গেল খুঁটি পুজোর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এলাকার মানুষের উপস্থিতিও ছিল নজরকাড়া।
English summary
Preparation of Durga Puja starts in Alipore by Alipore 78 Pally worshipping pole from 30th June 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X