একধাপ এগিয়ে গেল ঠাকুরপুকুর ক্লাব! 'খুঁটি কীর্তন' দিয়ে শুরু পুজোর কাজ, দেখুন ভিডিও
খুঁটি পুজো দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল ঠাকুরপুকুর পল্লিমঙ্গল কলোনির ঠাকুরপুকুর ক্লাব। এবার তাদের ৬৯ তম বর্ষ। এবার তাদের ভাবনা "ছন্দ আসুক ফিরে "।

খুঁটি পুজোর শুরুতেই এক অভূতপূর্ব পরিবেশনা ডক্টরেট কীর্তনিয়া দলের "খুঁটি কীর্তন " মুগ্ধ করে উপস্থিত সকলকে। দুর্গাপুরের প্রভুজি সম্প্রদায়ের ১০ জনের দলের এই কীর্তনিয়ারা সকলেই পিএইচডি উপাধি প্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব। ড. গৌতম বন্দোপাধ্যায়, ড. অনুপম দে, ড. মলয় ভট্টাচার্য দুর্গাপুরের এনআইটি-র প্রফেসর। এছাড়াও আছেন ড. অরুণ উপাধ্যায়, ড. অরিজিৎ ঘোষ সহ মোট ১০ জনের গবেষক কীর্তনিয়া।
নিজেদের পেশাগত জীবনের চাপ ও অস্থিরতা কাটাতে তৈরি করেছেন কীর্তনের দল। সুরে - ছন্দে জীবনকে চাপ মুক্ত রাখা ও মানুষকে আনন্দ দেওয়াই তাদের লক্ষ্য। রবিবার এঁদের পরিবেশিত " খুঁটি কীর্তন " ছিল ঠাকুরপুকুর ক্লাবের খুঁটি পুজোর অন্যতম আকর্ষণ।
এবারের মণ্ডপ সজ্জা ও মূর্তি পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন সুপন অধিকারী ও মিহির পাল। মানুষের ঢলের পাশাপাশি এবার নিজেদের ক্লাবকে বিভিন্ন প্রতিযোগিতায় তুলে ধরতে বদ্ধ পরিকর ঠাকুরপুকুর ক্লাব।