For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

একধাপ এগিয়ে গেল দক্ষিণের গ্রিন পার্ক আবাসিক বৃন্দ! খুঁটি পুজো দিয়ে পুজোর কাজ শুরু

খুঁটি পুজো দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল সোনারপুরের গ্রিনপার্ক অধিবাসীবৃন্দ পুজো কমিটি। এবার তাদের ৫৯ তম বর্ষ।

Google Oneindia Bengali News

খুঁটি পুজো দিয়ে দুর্গা পুজোর প্রস্তুতি শুরু করে দিল সোনারপুরের গ্রিনপার্ক অধিবাসীবৃন্দ পুজো কমিটি। এবার তাদের ৫৯ তম বর্ষ।

একধাপ এগিয়ে গেল দক্ষিণের গ্রিন পার্ক আবাসিক বৃন্দ! খুঁটি পুজো দিয়ে পুজোর কাজ শুরু

পুজোর উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন স্থানীয় বিধায়ক তথা তৃণমূল নেত্রী ফিরদৌসি বেগম, নজরুল আলি মণ্ডল । এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ দাস। অর্থাৎ অন্য জায়গায় মতো এখানেও রাজনীতি আর পুজো একীভূত হয়েছে।

একধাপ এগিয়ে গেল দক্ষিণের গ্রিন পার্ক আবাসিক বৃন্দ! খুঁটি পুজো দিয়ে পুজোর কাজ শুরু

পুজোর বাকি প্রায় ১২০ দিন। কিন্তু সেই সবকটি দিনকেই যেন কাজে লাগাতে চায় গ্রিনপার্ক অধিবাসীবৃন্দ পুজো কমিটির উদ্যোক্তারা। সোনারপুর পুরসভার ২৭ নম্বর ওয়ার্ডে হচ্ছে এই পুজো। এবার তাদের থিম মমতাময়ী মা চণ্ডীরূপে অসুরদের নিধন করছেন।

ট্যাগ লাইন মুছে দিয়ে সকল কালো, আমার উমা ঘরে এল। সাম্প্রতিক মহিলাদের ওপর অত্যাচার তুলে ধরার চিন্তাভাবনা রয়েছে এবারের পুজোয়।

এদিন অনুষ্ঠানের মঞ্চ থেকে ব্লাড ক্যানসারে আক্রান্ত স্বর্ণালী দাসের বাবার হাতে পুজো কমিটির তরফ থেকে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়।

English summary
Preparation of Durga Puja starts in Green Park by worshipping pole from 17th June 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X