For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির নবান্ন অভিযানে সারাদিন যান নিয়ন্ত্রণ পুলিশের! কোন রাস্তা খোলা থাকবে আর কোন রাস্তা বন্ধ, একনজরে

বিজেপি নবান্ন অভিযান (BJP's Nabanna Rally)। দুই যমজ শহর কলকাতা ও হাওড়া জুড়ে গেরুয়া শিবিরের মেগা কর্মসূচি। সেই কর্মসূচির কারণে মঙ্গলবার সারাদিন ধরে যান নিয়ন্ত্রণ (Traffic Control) করা হবে। কোন রাস্তা বন্ধ থাকবে

  • |
Google Oneindia Bengali News

বিজেপি নবান্ন অভিযান (BJP's Nabanna Rally)। দুই যমজ শহর কলকাতা ও হাওড়া জুড়ে গেরুয়া শিবিরের মেগা কর্মসূচি। সেই কর্মসূচির কারণে মঙ্গলবার সারাদিন ধরে যান নিয়ন্ত্রণ (Traffic Control) করা হবে। কোন রাস্তা বন্ধ থাকবে আর কোন বিকল্প পথ ধরে এগনো যাবে, জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের (Kolkata Police) বিজ্ঞপ্তিতে।

সকাল ১১-১২টা

সকাল ১১-১২টা

বেলা ১১ টা থেকে তিনটে পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে নির্মল চন্দ্র স্ট্রিট এবং কলেজ স্ট্রিটে। বিকল্প পথ হিসেবে থাকছে লেনিন সরণি-মৌলালি এবং এজেসি বোস রোড।

দুপুর ১২ টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত

দুপুর ১২ টা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত

দুপুর বারোটা থেকে কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত, স্ট্যান্ড রোড থেকে উত্তর দিকে কিংসওয়ে মোড় পর্যন্ত যান নিয়ন্ত্রণ করা হবে। এই সময়ে বিকল্প পথ হিসেবে থাকছে কিংসওয়ে-আরআর এভিনিউ-সেন্ট্রাল এভিনিউ অথবা কিংসওয়ে-আরআর এভিনিউ-দক্ষিণ দিকের রাস্তা।

 কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত

কর্মসূচি শেষ না হওয়া পর্যন্ত

যান নিয়ন্ত্রণ দ্বিতীয় হুগলি সেতুতে। বিকল্প পথ হিসেবে এই সময়ে থাকছে এজেসি বোস রোড-পূর্বে এক্সাইড মোড়, এজেসি বোস রোড- উত্তর দিকে এপিসি রোড, এজেসি বোস রোড-জওহরলাল নেহরু রোড-উত্তরে সেন্ট্রাল এভিনিউ।

এড়িয়ে চলতে হবে যেসব জায়গা

এড়িয়ে চলতে হবে যেসব জায়গা

কলকাতা পুলিশের তরফে বলা হয়েছে বিকেল ৪ টে পর্যন্ত দ্বিতীয় হুগলি সেতু এড়িয়ে চলতে হবে। অন্যদিকে দুপুর ১২ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত হাওড়া ব্রিজ এড়িয়ে চলতে হবে। এছাড়া রাত আটটা পর্যন্ত শহরে মালবাহী গাড়ি ঢোকা নিষিদ্ধ বলে জানানো হয়েছে।

Weather Update: উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত ১৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়াWeather Update: উত্তর ও দক্ষিণবঙ্গের অন্তত ১৫ টি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! একনজরে বাংলার আবহাওয়া

English summary
Police will control traffic in BJP's Nabanna Rally, Which roads will be open and which roads will be closed at a glance
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X