For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তপসিয়ায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ! মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

অপহরণে অভিযুক্ত যুবককে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি সোমবার রাতের, তপসিয়া থানা এলাকার।

  • |
Google Oneindia Bengali News

অপহরণে অভিযুক্ত যুবককে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। ঘটনাটি সোমবার রাতের, তপসিয়া থানা এলাকার। অভিযুক্তদের খোঁজে চলছে পুলিশি তল্লাশি। এলাকায় বসেছে পুলিশ পিকেট। অন্যদিকে মুকুন্দপুরেও পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। তবে মুকুন্দপুরের ঘটনায় পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে।

তপসিয়ায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ! মুকুন্দপুরে পুলিশের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ

সূত্রের খবর অনুযায়ী, ৩ দিন ধরে নিখোঁজ এক কিশোর। পরিবারের অভিযোগে অভিযুক্ত স্থানীয় যুবক শেখ শাহজাহান ওরফে সানি। সোমবার রাতে তপসিয়ার হাটবাগানে সানির খোঁজে যায় পুলিশ। পুলিশ সানিকে নিয়ে বের হতেই স্থানীয়দের একাংশ ঘিরে ধরে। পুলিশের সঙ্গে জনতার বচসা শুরু হয়ে যায়। বচসা থেকে সংঘর্ষ। খবর পেয়ে এলাকায় যায় বিশাল পুলিশ বাহিনী। এরমধ্যে স্থানীয়রা অভিযুক্তকে ছাড়িয়ে নিয়ে চলে যায় বলে অভিযোগ। সানির খোঁজে এলাকায় চলছে তল্লাষি বসেছে পুলিশ পিকেট।

এদিকে, মুকুন্দপুরেও পুলিশের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। প্রকাশ্যে মদ্যপানের অভিযোগের তদন্ত গিয়ে আক্রান্ত হয় পুলিশ। পুলিশের সঙ্গে মদ্যপানকারীদের বচসা, হাতাহাতি। অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের একাংশ পুলিশকে ঘিরে ফেলে। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বেশ কয়েকজনকে আটক করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে মধ্যরাতে পূর্ব যাদবপুর থানা ঘেরাও করে স্থানীয়দের একাংশ। এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অভিযোগ পুলিশ তার শ্লীলতাহানি করেছে। মধ্যরাতে বাড়ির সামনে চিৎকার চেঁচামেচিতে তিনি বাড়ির বাইরে বেরিয়েছিলেন। দেখেন বাড়ির লোককে টেনে নিয়ে যাচ্ছে পুলিশ। এই ঘটনার প্রতিবাদ করায় শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে মদ্যপানের কোনও ঘটনা ঘটেনি বলে দাবি স্থানীয়দের।

পূর্ব যাদবপুর থানা বিশেষ করে মুকুন্দপুর এলাকায় বেশ কিছু বিষয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। অভিযোগ, টহলদারি পুলিশের দৌরাত্মে বহু সাধারণ মানুষ হেনস্থার সম্মুখীন হচ্ছেন। বাড়ির সামনের রাস্তায় কেউ গাড়ি দাঁড় করিয়ে রাখলে পুলিশ তোলা চাইছে বলে অভিযোগ। এমন কি মোটর চালিত রিক্সার চালকদের পুলিশ নানাভাবে হেনস্থা করছে বলে অভিযোগ। পুলিশি অনুমতি নেই, কারণ দেখিয়ে প্রায়ই এইসব রিক্সা চালকদের থেকে ২-৩ হাজার টাকা আদায় করছে বলে অভিযোগ। এলাকার রাজনৈতিক নেতাদের বিষয়টি জানানো হলেও, সমস্যার কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ।

English summary
Police were allegedly attacked in Tapsia and Mukundapur area
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X