For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাগাড় কাণ্ডে জেলাতেও তল্লাশি! ফ্রিজারে যা মিলল তাতে পছন্দের রেস্তোরাঁয় খাওয়ার আগে চিন্তুা করবেন

ভাগাড়ের মাংস কাণ্ডের জেরে কলকাতার সঙ্গে তল্লাশি চলছে শহর ও শহরতলিতেও। হুগলির শ্রীরামপুর পুরসভার তরফে সেখানকার একাধিক রেস্তোরাঁ-হোটেলে তল্লাশি চলে। পরে সেখানকার ফ্রিজার সিল করে দেন তদন্তকারীরা।

  • |
Google Oneindia Bengali News

ভাগাড়ের মাংস কাণ্ডের জেরে কলকাতার সঙ্গে তল্লাশি চলছে শহর ও শহরতলিতেও। হুগলির শ্রীরামপুর পুরসভার তরফে সেখানকার একাধিক রেস্তোরাঁ-হোটেলে তল্লাশি চলে। পরে সেখানকার ফ্রিজার সিল করে দেন তদন্তকারীরা।

ভাগাড় কাণ্ডে জেলাতেও তল্লাশি! ফ্রিজারে যা মিলল তাতে পছন্দের রেস্তোরাঁয় খাওয়ার আগে চিন্তু করবেন

কলকাতায় ভাগাড় কাণ্ড প্রকাশ্যে আসার পর থেকে সেখানে যেমন তল্লাশি শুরু হয়েছিল, ঠিক তেমনই তল্লাশি শুরু হয়েছিল হুগলির বিভিন্ন জায়গায়। বিভিন্ন পুর কর্তৃপক্ষের তরফে শুরু হয় তল্লাশি অভিযান। তারকেশ্বর, কোন্নগরের পর তল্লাশি চলছে শ্রীরামপুরে।

মঙ্গল ও বুধবার শ্রীরামপুরের একাধিক রেস্তোরাঁ ও হোটেলে তল্লাশি চালিয়ে চোখ কপালে ওঠার যোগার পুর আধিকারিকদের। সেখানকার ফ্রিজার থেকে যেমন কালো হয়ে যাওয়া মাংস উদ্ধার করা হয়েছে, ঠিক তেমনই মেয়াদ উত্তীর্ণ দুধও উদ্ধার করা হয়। এর পরে ফ্রিজারগুলি সিল করে দেন পুর আধিকারিকরা।

ভাগাড়ের মাংস কাণ্ডে কলকাতা শহর ও শহরতলিতে তল্লাশি জারি রয়েছে। সোমবার রাতভর দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে তল্লাশি চালায় বিশেষ তদন্তকারী দল। বিরাটি ও এয়ারপোর্টের বেশ কিছু জায়গায় তল্লাশি চলে।

নিউটাউন ও লেকটাউন থেকে খোঁজ পাওয়া পচা মাংসের বিক্রেতা কওসর আলি ঢালির খোঁজেও তল্লাশি চালাচ্ছে পুলিশ। বসিরহাট ছাড়াও বনগাঁয়ও তার ব্যবসার জাল ছড়িয়ে রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। সেই সব জায়গাতেও পুলিশি নজরদারি শুরু হয়েছে।

এর আগেই ভাগাড় মাংস কাণ্ডে ধৃতদের জেরা করে উঠে আসে ৫ জন লিঙ্কম্যানের নাম। এঁদের খোঁজে এখনও তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ। এই পাঁচজনকে গ্রেফতার করতে পারলে ভাগাড় এবং পচা মাংস কাণ্ডে আরও তথ্য পাওয়া যাবে বলে মনে করছে পুলিশ।

English summary
Police search is going on in several parts of Hoogly in Connection with Stale meat
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X