For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাইবেল, কোরান বিলি হলেও হনুমান চালিশা বিলিতে বাধা, প্রশ্ন পুলিশের পদক্ষেপ নিয়ে

বাইবেল, কোরাণ বিলি হলেও হনুমান চালিশা বিলিতে বাধা, প্রশ্ন পুলিশের পদক্ষেপ নিয়ে

  • |
Google Oneindia Bengali News

হনুমান চালিশা বিলিতে বাধা দিল কলকাতা পুলিশ। যাকে ঘিরে উত্তেজনা কলকাতা বইমেলার শেষ দিনে। বইমেলায় বিশ্বহিন্দু পরিষদের স্টল থেকে দর্শনার্থীদের হনুমান চালিশা বিতরণ করা হচ্ছিল। সেই কাজে বাধা দেয় পুলিশ। তাতে উত্তেজনা দেখা দেয়, চলে স্লোগান।

হনুমান চালিশা বিলিতে বাধা পুলিশের

হনুমান চালিশা বিলিতে বাধা পুলিশের

অভিযোগ উঠেছিল বইমেলার নিজেদের স্টল থেকে হনুমান চালিশা বিলি করছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সমর্থকরা। খবর পেয়েই যায় পুলিশ। বই বিলিতে বাধা দেওয়া হয়। উত্তেজনা দেখা দেয়। ভিএইচপির সদস্য সমর্থকরা স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত বইমেলায় ভিএইচপির ৩৭০ নম্বর স্টলের গেট কিছুক্ষণের জন্য বন্ধ করে দেয় পুলিশ।

পুলিশের সাফাই

পুলিশের সাফাই

পুলিশ দাবি করেছে বইমেলায় ধর্মীয় বই বিলিতে বাধা দেওয়া হয়েছে। এই ধরনের বই বিলি দর্শনার্থীদের মধ্যে আবেগ উসকে দিতে পারে, যার ফলে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা তৈরি হতে পারে। সেই জন্যই ব্যবস্থা নেওয়া হয়েছে।

বলেও হনুমান চালিশা বিলি

বলেও হনুমান চালিশা বিলি

বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে জানানো হয়েছে, পুলিশ প্রথমে বুঝতে ভুল করেছিল। কেননা বইমেলার মধ্যেই কোরান ও বাইবেল বিলি করা হচ্ছিল। সেখানে তাদের কেন হনুমান চালিশা বিলিতে বাধা, প্রশ্ন তোলায় পুলিশ বিষয়টি বুঝতে পারে। তাই পরবর্তী সময়ে তাদের আর বাধা দেওয়া হয়নি। তারা হনুমান চালিশা বিলি চালিয়ে গিয়েছেন বলে জানিয়েছেন ভিএইচপি সদস্য স্বরূপ চট্টোপাধ্যায়।

 সিএএ-এনআরসি বিরোধী পড়ুয়াদের মিছিল ঘিরে উত্তেজনা

সিএএ-এনআরসি বিরোধী পড়ুয়াদের মিছিল ঘিরে উত্তেজনা

এক পুলিশ অফিসার জানিয়েছেন, ভিএইচপি সদস্যদের সঙ্গে অতিবাম ছাত্রছাত্রীদের একটা বিতর্ক শুরু হয়েছিল পরিষদের স্টলের সামনে। সেই থেকে উত্তেজনা ছড়ায়। অতিবাম ছাত্রছাত্রীরা সেখানে সিএএ-এনআরসি বিরোধী মিছিল করছিল।

৬০০ স্টল থেকে ১৪ কোটির বই বিক্রি

৬০০ স্টল থেকে ১৪ কোটির বই বিক্রি

শনিবার পর্যন্ত বইমেলার ৬০০ স্টল থেকে প্রায় ১৪ কোটি টাকার বই বিক্রি হয়েছে বলে জানিয়েছেন, বইমেলার অন্যতম কর্তা ত্রিদিব চট্টোপাধ্যায়।

English summary
Police prevents VHP workers from distributing Hanuman Chalisa in 44th International Kolkata Book Fair
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X