For Quick Alerts
For Daily Alerts
রাজ্যে পুলিশ কর্মীদের বাড়তি বেতন! কারা পাবেন, নির্দেশিকায় হল পরিষ্কার
দুদিন আগে বিধানসভায় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তা নিয়ে নির্দেশিকা বেরল। ডিএসপি, এসিপি পদমর্যাদা এবং তার থেকে নিচের পদমর্যাদার সকল পুলিশ কর্মী ৫২ দিনের অতিরিক্ত বেতন পাবেন।

আগে পুলিশকর্মীরা ৩০ দিনের অতিরিক্ত বেতন ভাতা হিসেবে পেতেন। গত বুধবার মুখ্যমন্ত্রী বিধানসভায় খুশির খবর দেন। সরকারি কর্মী হলেও পুলিশকর্মীরা সপ্তাহে দুদিনের বদলে একদিন ছুটি পান। ফলে তারা অন্যদের থেকে বছরে ৫২ দিন বেশি কাজ করেন। এতদিন পর্যন্ত পুলিশকর্মীদের ৩০ দিনের অতিরিক্ত বেতন ভাতা হিসেবে দেওয়া হত।
৩০ জুন শেষ হওয়া এক বছরের হিসেবে তাঁদেরও এখন থেকে ৫২ দিনের অতিরিক্ত বেতন দেওয়া হবে।

এব্যাপারে ১৯৮৮ সালের ২৫ অগাস্টের একটি নির্দেশিকার সংশোধন করা হয়েছে। পাশাপাশি এই নির্দেশিকায় জানানো হয়েছে কারা এই সুবিধা পাবেন।