For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার মাদক কারবারে চিনা-যোগ! গ্রেফতার ৫

কলকাতার মাদক কারবারে চিনা যোগ। এদিন প্রায় ৪০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা ইদানিং কালের মধ্যে সর্বোচ্চ। গ্রেফতার করা হয়েছে ৫ চিনা নাগরিককে।

  • |
Google Oneindia Bengali News

কলকাতার মাদক কারবারে চিনা যোগ। এদিন প্রায় ৪০ কোটি টাকার মাদক উদ্ধার করা হয়েছে। যা ইদানিং কালের মধ্যে সর্বোচ্চ। গ্রেফতার করা হয়েছে ৫ চিনা নাগরিককে। শহরের বিভিন্ন পার্টিতে সরবরাহের জন্য মাদক কলকাতায় আনা হয়েছিল বলে জানা গিয়েছে। ধৃতদের জেরা করে চক্রের পিছনে থাকা বাকিদের সন্ধানে পুলিশ।

 কলকাতার মাদক কারবারে চিনা-যোগ! গ্রেফতার ৫

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার কলকাতা স্টেশনে অভিযান চালায় শিয়ালদহের জিআরপি। ৫ চিনা নাগরিকের চালচলন নিয়ে সন্দেহ দেখা দেয়। পাঁচজনকেই প্রথনে আটক করে পুলিশ। ব্যাগের মধ্যে আলাদা খোপে রাখা অ্যানস্টেমাইন মাদক উদ্ধার করে পুলিশ। পরে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। ধৃতদের পাসপোর্টও বাজেয়াপ্ত করা হয়েছে।

এদিকে, শহরে কেমিক্যাল মাদকচক্রে জড়িত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করেছে নার্কোটিক কন্ট্রোল ব্যুরো। ধৃতের নাম মুব্বাসির মান্নান। এর আগে এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বুধবার তিনজনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতরা হল সৌমিক মুখার্জি, মৃগাঙ্গ ভট্টাচার্য, কৌস্তুভ কর। তিনজনেই স্বচ্ছ্বল পরিবারের সন্তান। তিনজনেই কলকাতার নামকরা কলেজের ইঞ্জিনিয়ারিং কিংবা এমবিএ-র ছাত্র। এদের জিজ্ঞাসাবাদ করেই পুলিশর মুব্বাসির খোঁজ পায়। ধৃতের কাছ থেকে বেশ কিছু এলএসডি ব্লটিং পেপার এবং এমডিএমএ মাদক উদ্ধার করা হয়েছে। ধৃত মুব্বাসির বেঙ্গালুরু থেকে মাদক আনত বলে জানা গিয়েছে।

English summary
Police and narcotic bureau is unearthed China link in Kolkata's Drug trade
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X