For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শেষ হল লড়াই, এসএসকেএম-এ মৃত্যু পোলবার দুর্ঘটনায় গুরুতর আহত স্কুলপড়ুয়া ঋষভের

লড়াই শেষ পোলবায় পথ দুর্ঘটনায় আহত পড়ুয়া ঋষভ সিং-এর। ১৪ ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনা হয়। দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয় এসএসকেএম-এ।

  • |
Google Oneindia Bengali News

লড়াই শেষ পোলবায় পথ দুর্ঘটনায় আহত স্কুল পড়ুয়া ঋষভ সিং-এর। ১৪ ফেব্রুয়ারি পোলবায় পুলকার দুর্ঘটনা হয়। দুজনের অবস্থার অবনতি হওয়ায় তাদেরকে গ্রিন করিডর করে নিয়ে আসা হয় কলকাতার এসএসকেএম-এ। দুই শিশুর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছিল। দিব্যাংশুর অবস্থার উন্নতি হলেও, শনিবার ভোরে মৃত্যু হয় ঋষভের। চিকিৎসকরা জানিয়েছেন মাল্টি অর্গান ফেলিওর হয়ে মৃত্যু হয়েছে ঋষভের।

১৪ ফেব্রুয়ারি সকালে পোলবায় পুলকার দুর্ঘটনা

১৪ ফেব্রুয়ারি সকালে পোলবায় পুলকার দুর্ঘটনা

১৪ ফেব্রুয়ারি সকালে হুগলির পোলবার কাছে পড়ুয়া বোঝাই একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত হন চালক সহ চার ছাত্র। তাঁদেরকে সঙ্গে সঙ্গে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ ছাত্রকে গ্রিন করিডর করে আনা হয়েছিল এসএসকেএম-এ

২ ছাত্রকে গ্রিন করিডর করে আনা হয়েছিল এসএসকেএম-এ

হুগলির হাসপাতালে অন্যদের জ্ঞান ফিরলেও, দ্বিতীয় শ্রেণিতে পড়া দুই ছাত্র দিব্যাংশু ভগত এবং ঋষভ সিং-এর অবস্থা খারাপ হওয়ায় তাঁদেরকে গ্রিন করিডর তৈরি করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। তাদের চিকিৎসার জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। ভেন্টিলেশনে রেখে চিকিৎসা শুরু হয়। দুজনের পাঁজরের হাড় ভেঙেছিল। মাথায় ছিল গুরুতর আঘাত।

 দুদিন ধরেই অবস্থার অবনতি ঋষভের, স্থিতিশীল দিব্যাংশু

দুদিন ধরেই অবস্থার অবনতি ঋষভের, স্থিতিশীল দিব্যাংশু

গত দুদিন ধরেই ঋষভের অবস্থার অবনতি হতে থাকে। একের পর এক অঙ্গ বিকল হতে থাকে। শুক্রবার তার শরীরে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ে। চিকিৎসকরা আপ্রাণ চেষ্টাও করেছিলেন তাকে বাঁচাতে। ৩৬ ইউনিট রক্ত ও প্লাজমা দেওয়া হয়েছিল তাকে।
হাসপাতাল সূত্রে খবর, অপর আঙত ছাত্র দিব্যাংশু ভগতের অবস্থা ঝুঁকিমুক্ত না হলেও স্থিতিশীল। বৃহস্পতিবার তাকে ভেন্টিলেশন থেকে বের করা হয়েছে বলে জানা গিয়েছে।

গ্রেফতার পুলকার মালিক

গ্রেফতার পুলকার মালিক

দুর্ঘটনার পর থেকেই ফেরার থাকা দুর্ঘটনাগ্রস্ত পুলকারের মালিক শামিম আফরোজ আখতারকে শুক্রবার গ্রেফতার করেছে পুলিশ।

English summary
Polba pool car accident student Rishav Singh died in SSKM after eight days.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X