For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শাহের অভাব পূরণে ময়দানে মোদী, ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী, দিন ঘোষণা করল বিজেপি

শাহের অভাব পূরণে ময়দানে মোদী, ফের রাজ্য সফরে প্রধানমন্ত্রী, দিন ঘোষণা করল বিজেপি

Google Oneindia Bengali News

একেবারে শেষ মুহূর্তে সফর বাতিল করেছেন বিজেপির চাণক্য। সব ঠিক থাকলে শুক্রবার রাতেই রাজ্যে পা রাখার কথা ছিল তাঁর। কিন্ত শেষ মুহূর্তে সেটা বাতিল করেন অমিত শাহ। তার পরিবর্তে রাজনাথ সিং সম্ভবত আসছেন রাজ্যে। তবে অমিত শাহের আসা আর রাজনাথের আসার মধ্যে পার্থক্য আছে। কর্মীরা যাতে ভেঙে না পড়েন অমিত শাহের অভাব পূরণে এবার ময়দানে নামছেন নরেন্দ্র মোদী। আগামী ৭ ফেব্রুয়ারি বাংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

 রাজ্য সফরে মোদী

রাজ্য সফরে মোদী

নেতাজি জয়ন্তীতে ঝটিকা সফরে কয়েক ঘণ্টার জন্য রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টার্গেট ছিল একুশের ভোট। সেই টার্গেট নিয়েই ফের একমাসের মধ্যে দ্বিতীয়বার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেটাও ঝটিকা সফরে। আগামী ৭ ফেব্রুয়ারি রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। কয়েক ঘণ্টায় জন্যই তাঁর এই সফর। এখনও কোনও রাজনৈতিক কর্মসূচি ঠিক হয়নি।

অমিতের সফর বাতিল

অমিতের সফর বাতিল

সব ঠিক ছিল শেষ মুহূর্তে রাজ্য সফর বাতিল করলেন অমিত শাহ। তাঁর সভাতে তৃণমূলের একাধিক হেভিওয়েটের যোগদানের কথা ছিল। কিন্তু অমিত না আসায় সেই জৌলুসআর উন্মাদনায় ভাঁটা পড়েছে। মন খারাপ বিজেপি কর্মীদের। তাঁদের চাঙ্গা করতেই মোদীর এই ঝটিকা সফর বলে মনে করা হচ্ছে। মোদীর সফরের আগেই ফের রাজ্যে আসছেন বিজেপির রাজ্য সভাপতি জেপি নাড্ডা। রাজ্যে এসে বিজেপির রথযাত্রার সূচণা করবেন তিনি। এবার নাড্ডার টার্গেট উত্তরবঙ্গ।

রাজনাথ-স্মৃতিকে দিয়ে অভাব পূরণ

রাজনাথ-স্মৃতিকে দিয়ে অভাব পূরণ

অমিত শাহ আসছেন না তাঁর পরিবর্তে ডুমুজলায় বিজেপির মহা যোগদান মেলায় থাকবেন রাজনাথ সিং এবং স্মৃতি ইরানি। রবিবারই শহরে পা রাখবেন তাঁরা। এই ডুমুরজলার যোগদান মেলাতেই বিজেপিতে যোগদেওয়ার কথা রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, রথীন চক্রবর্তীদের মতো হেভিওয়েট প্রাক্তন তৃণমূলীদের। অমিত শাহের সভায় যোগদান করলে সেই উন্মাদনা আরও কয়েকগুণ বেড়ে যেত বলে মনে করা হচ্ছে।

দিল্লি যাচ্ছেন রাজীব

দিল্লি যাচ্ছেন রাজীব

অমিত শাহের সভায় বিজেপিতে যোগ দেওয়ার কথা ছিল রাজীব বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সেটা হচ্ছে না। তাই আজই দিল্লি উড়ে যাচ্ছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। মনে করা হচ্ছে সেখানেই তিনি বিজেপিতে যোগ দেবেন। যদিও তা নিয়ে নিশ্চিত করে কিছু জানানো হয়নি। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আবার বিজেপির যোগদান মেলা সফল করতে সকাল থেকেই ময়দানে নেমে পড়েছেন।

English summary
PM Narendra Modi will visit Bengal on 7 February
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X