For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতাই টার্গেট! লোকসভার আগে বাংলাকে ঘর-ঘাট করছেন মোদী-শাহ, তৈরি ছক

বঙ্গ বিজেপি এবার জানিয়ে দিল, এই একবারই নয়, বাংলা জয়ের লক্ষ্যে মোদী ১৩টি সভা করবেন। মোদী-শাহ জুটি প্রতি মাসেই আসবেন বাংলায়।

Google Oneindia Bengali News

এবার বাংলাই তাঁদের টার্গেট, রাজ্য সফরে এসেই জানিয়ে দিয়েছিলেন অমিত শাহ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও যে বাংলায় আসবেন, তাও জানিয়েছিলেন। তবে বঙ্গ বিজেপি এবার জানিয়ে দিল, এই একবারই নয়, বাংলা জয়ের লক্ষ্যে মোদী ১৩টি সভা করবেন। মোদী-শাহ জুটি প্রতি মাসেই আসবেন বাংলায়। একমাসে অমিত শাহ তো, পরের মাসে নরেন্দ্র মোদী, এভাবেই রোটেশন পদ্ধতিতে চলতে থাকবে বিজেপির সভা।

মমতাই টার্গেট! বাংলাকে ঘরঘাট করছেন মোদী

বঙ্গ বিজেপি পরিকল্পনা করেছে, তাঁদের দুই প্রধান মুখ নরেন্দ্র মোদী ও অমিত শাহকে দিয়ে প্রতি মাসে সভা করাতে। মোট কথা লোকসভা নির্বাচনের আগে বাংলাকে ঘর-ঘাট করে তুলতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। সেই লক্ষ্যেই কর্মসূচি তৈরি করছে বিজেপির বঙ্গ-ব্রিগেড।

অমিত শাহ পুরুলিয়ার সভায় বলেছিলেন, বাংলায় একবার নয়, বাংলায় বারবার আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অমিত শাহের পুরুলিয়ায় সভা করে যাওয়ার এক মাসের মধ্যেই আগামী ১৬ জুলাই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় কৃষিমন্ত্রকের একটি অনুষ্ঠানে যোগ দিতে তিনি আসছেন বাংলায়। এরপর পরের মাসে ফের আসবেন অমিত শাহ, তারপর ফের ধর্মতলায় একটি সভা করতে আসার কথা মোদীর। এমনটাই জানানো হয়েছে বিজেপির তরফে।

এমনকী বিজেপি সূত্রে জানা গিয়েছে, নরেন্দ্র মোদী ও অমিত শাহ প্রতি মাসেই একটা না একটা সভা করবেন বাংলার বুকে। বাংলায় গেরুয়া ঝড় তুলতেই এই ভাবনা-চিন্তা শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে স্থির হয়েছে, নরেন্দ্র মোদীকে দিয়ে অন্তত ১৩টি সভা করানো হবে।

মে মাসের শেষ সপ্তাহে বিশ্বভারতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে শান্তিনিকেতনে এসেছিলেন প্রধানমন্ত্রী। তার দু-মাসের মধ্যেই তিনি ফের আসছেন বাংলায়। এবার থেকে লোকসভা পর্যন্ত তিনি বারবার আসবেন, আসবেন অমিত শাহও। এবং বিজেপির অন্য শীর্ষ নেতৃত্বকে দিয়েও একাধিক সভা করানো হবে। মোট কথা লোকসভায় বাংলা থেকে টার্গেট পূরণ করাই বিজেপির লক্ষ্য। লোকসভার অঙ্ক ভজাতে এই মুহূর্তে বাংলা ছাড়া আর তাঁদের হাতে তেমন অপশন নেই। তাই এখন থেকেই টার্গেট ১৯-এ নেমে পড়েছেন মোদী-শাহরা।

[আরও পড়ুন: মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে দক্ষিণ কোরিয়া যোগ! উচ্ছ্বসিত মোদী][আরও পড়ুন: মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামে দক্ষিণ কোরিয়া যোগ! উচ্ছ্বসিত মোদী]

[আরও পড়ুন: বেশি উড়তে চাইলে ডানা ছেঁটে দেব বিজেপির! 'উন্নয়ন' দেখানোর পর হুঙ্কার অনুব্রতর][আরও পড়ুন: বেশি উড়তে চাইলে ডানা ছেঁটে দেব বিজেপির! 'উন্নয়ন' দেখানোর পর হুঙ্কার অনুব্রতর]

English summary
PM Narendra Modi will come in Bengal several times before Lok Sabha Election 2019. Modi will do at least 13 public meeting in west Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X