For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশ, বিহারের মানুষকে নিয়ে রাগ, অনুপ্রবেশ নিয়ে সমস্যা নেই! মমতাকে পাল্টা তোপ মোদীর

উত্তর প্রদেশ আর বিহারের মানুষকে নিয়ে দিদির এত রাগ কেন। দমদমের সভা থেকে প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী মোদী। যদিও তার(মমতার) অনুপ্রবেশকারীদের নিয়ে কোনও সমস্যা নেই।

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশ আর বিহারের মানুষকে নিয়ে দিদির এত রাগ কেন? দমদমের সভা থেকে প্রশ্ন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও তাঁর (মমতার) অনুপ্রবেশকারীদের নিয়ে কোনও সমস্যা নেই। কটাক্ষের সুরে বলেন মোদী। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি বলেন, তাঁরা যে ভালবাসা দিয়েছেন তা উন্নয়ন দিয়ে তিনি ফেরত দেবেন।

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর মমতার আক্রমণ

বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পর মমতার আক্রমণ

মঙ্গলবার কলকাতায় অমিত শাহের রোড শোর পরে গণ্ডগোল। আর তার পরেই বিজেপিকে আক্রমণ করতে গিয়ে উত্তর প্রদেশ আর বিহারের নাম উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। তিনি বলেন, বিজেপি বাইরে থেকে লোক এনে গণ্ডগোল পাকিয়েছে। বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক আনা হয়েছে। যাদের আনা হয়েছিল তারা বাংলার সংস্কৃতি বোঝে না বলেও আক্রমণ করেছিলেন মমতা।

দমদমের সভা থেকে জবাব মোদীর

দমদমের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে মোদী বলেন, ত্রিপুরা, অসম, উত্তরপ্রদেশ বিহারের লোক এলেই অসুবিধা হয়। যাঁরা এইসব রাজ্য থেকে আসেন, তাঁরা জীবিকার জন্য আসেন, মন্তব্য করেন মোদী। কিন্তু অনুপ্রবেশকারীদের নিয়ে কোনও সমস্যা নেই দিদির। ভোট ব্যাঙ্কের রাজনীতি ছেড়ে এক ভারত শ্রেষ্ঠভারত গড়ার আহ্বান জানান মোদী।

ভোট পর্যবেক্ষকদের ব্যাখ্যা

ভোট পর্যবেক্ষকদের ব্যাখ্যা

ভোট পর্যবেক্ষকরা বলছেন কলকাতা ও দমদমের একটা বড় অংশ অবাঙালি ভোটার। তাদের অনেকেরই আদি বাড়ি বিহার কিংবা উত্তর প্রদেশে। তাঁদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নিয়ে যেতে চাইলেন মোদী। সঙ্গে অনুপ্রবেশ প্রসঙ্গ তুলে ধর্মীয় মেরুকরণও করতে চাইলেন তিনি।

'বুলেটের জবাব ব্যালটে দিন'

একের পর এক জায়গায় বিজেপি কর্মীদের ওপর তৃণমূলের হামলার অভিযোগ করে মোদী বলেন, মমতার বুলেটের জবাব ব্যালটে দিন। ১৯ মে যতই গুণ্ডাগিরি হোক নিজের ভোট নিজে দিন। এই আহ্বান জানালেন প্রধানমন্ত্রী। পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি বলেন, তাঁরা যে ভালবাসা দিয়েছেন তা উন্নয়ন দিয়ে তিনি ফেরত দেবেন।

English summary
PM Modi attacks Mamata Banerjee by naming UP Bihar people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X