রেলের টার্গেটে যাত্রী স্বাচ্ছন্দ্য, বাড়ছে ১২ বগির ট্রেন! জোর কদমে কাজ শিয়ালদহে
ভিড়ের মোকাবিলায় শিয়ালদহে বারো বগির ট্রেন বাড়াতে তৎপর রেল কর্তৃপক্ষ। বেশ কয়েকটি প্ল্যাটফর্মে পরিকাঠামোর অভাবে ১২ বগির ট্রেন ঢোকানো সম্ভবপর হচ্ছে না। তবে যেগুলিতে সম্ভব হতে পারে, সেগুলি নতুন করে গড়ে তোলার কাজ চলছে পুরোদমে।

শিয়ালদহ উত্তর শাখার ২,৩,৪ এবং ৪-এ প্ল্যাটফর্মে মূলত উত্তর শহরতলীর ট্রেন চলাচল করে। ফলে সেখানে প্রতিদিনের যাত্রীর চাপও বেশি থাকে। তবে জায়গার অভাবে এগুলির সবকটিকে এখনই ১২ বগির উপযুক্ত করে তোলা যাচ্ছে না। তবে জায়গা থাকায়, ৪-এ প্ল্যাটফর্মকে ১২ বগির উপযুক্ত করে তোলার কাজ শুরু হয়েছে। মাসখানেকের মধ্যে এই কাজ শেষও হয়ে যাবে বলে জানা গিয়েছে রেল সূত্রে। এই কাজ শেষ হলে সারাদিনে এই প্ল্যাটফর্ম দিয়ে চলাচলকারী অন্তত একডজন ট্রেনকে বারোবগির করা সম্ভবপর হবে।
ভিড়ের কারণে যাত্রীদের তরফে বেশ কিছু ট্রেনকে বারো বগি করার দাবি উঠেছে। তবে মূলক শিয়ালদহে প্ল্যাটফর্মের অভাব তা করা সম্ভবপর হচ্ছে না বলে জানা গিয়েছে রেলসূত্রে।