For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের উত্তাল শহর, সর্বভারতীয় বেতনক্রমের দাবিতে পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা

শহরের রাজপথে ফের শিক্ষক আন্দোলন। এবার পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা। সর্বভারতীয় বেতনক্রম চালুর দাবিতে মিছিল করেন প্রাথমিক শিক্ষকরা।

Google Oneindia Bengali News

শহরের রাজপথে ফের শিক্ষক আন্দোলন। এবার পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা। সর্বভারতীয় বেতনক্রম চালুর দাবিতে মিছিল করেন প্রাথমিক শিক্ষকরা। সুবোধ মল্লিক স্কয়্যার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করার কথা ছিল তাঁদের। কিন্তু মিছিল ধর্মতলায় পৌঁছলেই উত্তেজনা চরমে ওঠে। ব্যারিকেড করে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ। প্রতিবাদে বিক্ষোভ আরও জোড়ালো হয়। পুলিসের সঙ্গে বচসা বাঁধে শিক্ষকদের। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন আন্দোলনকারীরা। শুরু হয় ধস্তাধস্তি। পরিস্থিতি মোকাবিলায় নামানো হয়েছে র‌্যাফ ।

ফের উত্তাল শহর, সর্বভারতীয় বেতনক্রমের দাবিতে পথে নামলেন প্রাথমিক শিক্ষকরা

উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (UUPTWA)-এর ডাকে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় চার হাজার প্রাথমিক শিক্ষক মিছিলে অংশ নিয়েছেন।

অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক পৃথা বিশ্বাস জানিয়েছেন, যোগ্যতা অনুযায়ী ন্যায্য বেতন চেয়েই এই আন্দোলন। গত দেড় বছর ধরে চলছে। কিন্তু সরকার কোনও উদ্যোগই নিচ্ছে না। আমাদের একটাই দাবি সর্বভারতীয় স্কেলে আমাদের বেতন দেওয়া হোক। তার জন্য আলোচনার দরজা আমরা সব সময় খোলা রেখেছি। আমরা শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছি। আমরা এখন চাই বেতন বঞ্চনার বিষয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন। সর্বভারতীয় বেতন কাঠামো অনুযায়ী আমাদের রাজ্যে যে স্কেল রয়েছে তা হল ৯০০০টাকা থেকে ৪০,৮০০টাকা। এই দাবি না মিটলে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

English summary
Pimary Teachers Agitation in Kolkata, For fair Pay Scale
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X