For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের ভোট পর্বে করোনা বিধি মানা হচ্ছে না, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

রাজ্যের ভোট পর্বে করোনা বিধি মানা হচ্ছে না, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের ভোট পর্বে করোনা বিধি মানা হচ্ছে না। নির্বাচন কমিশনও রাজনৈতিকদলগুলিকে বিধি মানাতে ব্যর্থ এমন অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ডাঃ সঞ্জীব মুখার্জী সহ আরো ৫ ব্যাক্তি। সোমবার এই মামলায় সব জেলার জেলাশাসকদের যুক্ত করতে নির্দেশ দিল টি বি রাধাকৃষ্ণননের ডিভিশন বেঞ্চ। আবেদনকারীর আইনজীবী শমীক বাগচি জানান, তাদের অভিযোগ অনুষ্ঠান বাড়ি বা অন্যত্রও এখনও ভিড় নিয়ন্ত্রণে করোনা বিধি প্রযোজ্য রয়েছে। অথচ রাজ্যে ভোট প্রচারে করোনা ঠেকাতে কোন নিয়ম মানা হচ্ছে না।

রাজ্যের ভোট পর্বে করোনা বিধি মানা হচ্ছে না, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

মামলাকারীর বক্তব্য শুনে প্রধান বিচারপতি টি বি রাধাকৃষ্ণননের কটাক্ষ, "মামলাকারীরা হয়তো জানেন না, সর্বত্র বিধি মানার নিয়ম হলেও পলিটিক্সে কোনো লিমিটেশনের ব্যাপার নেই"।

করোনা বিধি মানাতে কমিশন ও রাজনৈতিক দলগুলির উপর আদালতের হস্তক্ষেপ চেয়ে নির্দেশ দেওয়ার জন্য দায়ের হাওয়া তিনটি মামলার এদিন শুনানি হয়। সেখানে আদালতের বক্তব্য, কমিশন মামলা হাওয়ার পর ফের বিজ্ঞপ্তি দিলেও তা না মানলে কি কি পদক্ষেপ নেওয়া উচিৎ? এই মামলাগুলিতে রাজ্যের মুখ্য সচিবকে যুক্ত করা হলেও জেলা শাসকদের যুক্ত করা হয়নি। তাই আলাদা করে তাদের যুক্ত করার নির্দেশ কোর্টের। কারণ জেলাস্তরে ভোট পরিচালনার দায়িত্ব জেলাশাসকদের উপরেই। মামলার পরবর্তী শুনানি ১৬ এপ্রিল।

English summary
Pil filed in Calcutta High Court demanding strictness over political rallies amid Covid 19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X