২৮ জানুয়ারি থেকে তিনদিনের বাস ধর্মঘটের বিরোধিতায় জনস্বার্থ মামলা
আগামি ২৮ জানুয়ারি থেকে তিনদিনের বেসরকারি বাস, মিনিবাস সংগঠনগুলির ডাকা ধর্মঘটের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে। আগামী সোমবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে।

ডিজেলের উপর জিএসটি বসানো এবং কর কমিয়ে দেওয়া সহ একাধিক দাবিতে চলতি মাসে পর পর টানা তিনদিন রাজ্যে বাস এবং মিনিবাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বেসরকারি বাস মিনিবাস মালিক সংগঠনের তরফে। আগামী ২৮,২৯ এবং ৩০ জানুয়ারি এই ধর্মঘটের প্রভাব পড়বে রাজ্য জুড়ে।
এরই বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের করেছেন রমপ্রসাদ সরকার। মামলকারি আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি, ডিজেলের ভাড়া বৃদ্ধির পরিপ্রেক্ষিতে বাসভাড়া বাড়ানোর দাবি যৌক্তিক হলেও ঘর্মঘট অসাংবিধানিক। এই যুক্তিতে মামলা দায়ের করেছেন এক আইনজীবী।

তৃণমূল-বিজেপির তুমুল সংঘর্ষে উত্তাল হয়ে উঠল কোচবিহারের মাখপালা