কলকাতায় পেট্রোলের দাম পার করল লিটার প্রতি ৮৯ টাকার গণ্ডি, মেট্রো শহরের দর একনজরে
ফের একবার পেট্রোলের দামের গতি আকাশ ছুঁতে শুরু করেছে। বিভিন্ন অয়েল মার্কেটিং সংস্থা এদিন পেট্রোলের দাম পর্যালোচনা করেছে। তার ফলে মুম্বইতে পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়েছে, আর দিল্লিতে ৯০ পয়সা বেড়েছে পেট্রোলের দাম।

জ্বালানির ছ্যাঁকা
ফেব্রুয়ারি ১১ তে পেট্রোলের দাম মায়ানগরীতে ৯৪.৩৬ টাকা । এদিকে এর আগে রাজস্থানের এক এলাকায় পেট্রোলের দাম লিটার প্রতি ১০০ টাকা পর্যন্ত চলে যায়। এমনই এক অবস্থায় এদিন দেশের বিভিন্ন রাজ্যের পেট্রোল ও ডিজেলের দাম চমক দিচ্ছে।

মুম্বইতে পেট্রোল ডিজেলের দাম
মুম্বইতে এদিন পেট্রোলের দাম ৮৭ পয়সা বেড়েছে। দিল্লিতে বেড়েছে ৯০ পয়সা। ডিজেলের দাম বেড়েছে ৯৫ পয়সা। ফলে মুম্বইতে পেট্রোলের দাম লিটার প্রতি ৯৪.৩৬, ডিজেলের দাম ৮৪.৯৪ টাকা।

কলকাতায় পেট্রোল ডিজেলের দাম
কলকাতায় পেট্রোলের দাম পেরিয়েছে লিটার প্রতি ৮৯ টাকার গণ্ডি। শহরে এদিন পেট্রোল ২৪ পয়সা বেশি দামী। ডিজেলের দাম এদিন কলকাতায় ৩০ পয়সা বেড়েছে। দাম দাঁড়িয়েছে ৮১.৬১ টাকা প্রতি লিটারে।

লিটার প্রতি পেট্রোল ৯০ টাকা!
এদিকে, চেন্নাইতে লিটার প্রতি পেট্রোল ৯০ টাকার অঙ্ ক ছাড়িয়েছে। চেন্নাইতে ৮৩.১৮ টাকা প্রতি লিটার হয়েছে ডিজেলের দাম।