For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার বুকে আরও সহজ হচ্ছে সফর, এক টিকিটেই বাস থেকে মেট্রো চড়ার সুবিধা

রাজ্যের পরিবহণ দফতর এই অভিনব পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে চলেছে শীঘ্রই। সরকারি কাউন্টার থেকে একেবারে গন্তব্যস্থলের টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

পরিবহণ ব্যবস্থায় বিপ্লব আনতে চলেছে রাজ্য। পশ্চিমবঙ্গ চালু হতে চলেছে সিঙ্গল টিকিট সিস্টেম। এক টিকিটেই মেট্রো, ট্রেন, বাস, ট্রামে চড়তে পারবেন যাত্রীরা। পৌঁছে যেতে পারবেন গন্তব্যে। সেজন্য বারবার টিকিট কাটার কোনও প্রয়োজন নেই। রাজ্যের তরফে প্রস্তাব পাঠানো হয়েছে কেন্দ্রের কাছে। রেলমন্ত্রক অনুমোদন দিলেই রাজ্যে এই অভিনব ব্যবস্থা চালু হয়ে যাবে।

রাজ্যের পরিবহণ দফতর এই অভিনব পরিকল্পনার বাস্তবায়ন ঘটাতে চলেছে শীঘ্রই। সরকারি কাউন্টার থেকে একেবারে গন্তব্যস্থলের টিকিট কেটে নিতে পারবেন যাত্রীরা। তারপর ট্রেনে উঠুন বা বাসে, কিংবা ট্রামে আর টিকিট কাটার ঝক্কি নেই। বারবার লম্বা লাইনে দাঁড়ানোরও দরকার নেই। এবার থেকে দিনে একবার টিকিট কেটেই যেখানে খুশি যেতে পারবেন আপনি।

কলকাতার বুকে আরও সহজ হচ্ছে সফর, এক টিকিটেই বাস থেকে মেট্রো চড়ার সুবিধা

সম্প্রতি রাজ্যের পরিবহণ দফতর সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গল টিকিট সিস্টেম চালু করার ব্যাপারে। সেইমতো মন্ত্রিসভায় অনুমোদনের পর কেন্দ্রের কাছে পাঠানো হয়েছে এই পরিকল্পনাটি। এই ব্যবস্থার বাস্তব রূপায়ণে কেন্দ্রের রেলমন্ত্রকের সঙ্গে রাজ্যের পরিবহণ দফতর একসঙ্গে পথ চলা শুরু করতে হবে। সেই কারণেই শুধু পরিবহণ দফতর এককভাবে সিদ্ধান্ত নিতে পারে না। রেলমন্ত্রক অনুমোদন দিলেই এই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোবে।

শুধু রেলই নয়, মেট্রো রেলও এই পরিকল্পনার একটা অঙ্গ। অর্থাৎ এক টিকিটেই যাত্রীরা মেট্রো, বাস, ট্রাম ও ট্রেনে চড়তে পারবেন। এই ব্যবস্থা চালু হলে দিগন্ত উন্মোচিত হবে। বিপ্লব ঘটবে পরিবহণ ব্যবস্থায়।

English summary
Passengers will get convenience of traveling to bus and train in single ticket system in Kolkata,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X