For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবরোধ উঠলেও স্বাভাবিক নয় পরিষেবা! জেনে নিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল পরিস্থিতি

২২ ঘন্টা পরে মঙ্গলবার ভোররাতে আদিবাসীদের অবরোধ উঠলেও, এদিন বিপর্যস্ত ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বহু সংখ্যক যাত্রী। বেশিরভাগই হায়দরাবাদ কিংবা বেঙ্গালুরুগামী। চিকিৎসার জন্য যাচ্ছিলেন অনেকে।

  • |
Google Oneindia Bengali News

২২ ঘন্টা পরে মঙ্গলবার ভোররাতে আদিবাসীদের অবরোধ উঠলেও, এদিন বিপর্যস্ত ট্রেন চলাচল। হাওড়া স্টেশনে দাঁড়িয়ে বহু সংখ্যক যাত্রী। বেশিরভাগই হায়দরাবাদ কিংবা বেঙ্গালুরুগামী। চিকিৎসার জন্য যাচ্ছিলেন অনেকেই। সোমবারের অবরোধের জেরে বেশ কিছু ট্রেন হাওড়ায় এসে না পৌঁছনোয় সেগুলিকে বাতিল করা হয়েছে। আর বেশ কিছু ট্রেনের রুট সংক্ষিপ্ত করা হয়েছে।

অবরোধ উঠলেও স্বাভাবিক নয় পরিষেবা! জেনে নিন দক্ষিণ-পূর্ব রেলের ট্রেন চলাচল পরিস্থিতি

বিভিন্ন দাবিতে চলা আদিবাসীদের অবরোধ উঠে গেলেও, এদিনও বিপর্যস্ত দক্ষিণপূর্ব রেলের পরিষেবা। বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। সব থেকে বেশি সমস্যায় দক্ষিণমুখী যাত্রীরা। একদিকে যেমন বহু সংখ্যক ট্রেন বাতিল করা হয়েছে। আবার বেশ কিছু ট্রেনকে খড়গপুর থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে গন্তব্যের দিকে। বেশ কিছু ট্রেনকে ঘুরপথে চালানো হচ্ছে। রেলের তরফে দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার আশ্বাস মিলেছে।

এদিকে আদিবাসী বিক্ষোভে ট্রেন বাতিলের জেরে মঙ্গলবার রেলের পরীক্ষা দিতে পারবেন না রাজ্যের বহু পরীক্ষার্থী। তাঁদের জন্য নতুন পরীক্ষার দিন ১৬ অক্টোবরের পরে জানানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে।

English summary
Passengers of South Eastern Railways are waiting in different stations due to aborodh effect
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X