For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের এক্সপ্রেস ট্রেনে খারাপ খাবারের অভিযোগ! বিক্ষোভ সামলাতে পুলিশ মোতায়েন

দূরপাল্লার ট্রেনে ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। যার জেরে যাত্রী বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে। শিশু-সহ ২৩ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি।

  • |
Google Oneindia Bengali News

দূরপাল্লার ট্রেনে ফের নিম্নমানের খাবার দেওয়ার অভিযোগ। যার জেরে যাত্রী বিক্ষোভ শিয়ালদহ স্টেশনে। শিশু-সহ ২৩ জন যাত্রী অসুস্থ হয়ে পড়েছে বলে দাবি। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিয়ালদহের ৯এ প্ল্যাটফর্মে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। খারাপ খাবারের অভিযোগের তদন্তের আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।

ফের এক্সপ্রেস ট্রেনে খারাপ খাবারের অভিযোগ! বিক্ষোভ সামলাতে পুলিশ মোতায়েন

দিন কয়েক আগে পুরী গিয়েছিলেন উত্তর ২৪ পরগনার স্বরূপনগর এবং বাদুড়িয়ার ২৩ জন বাসিন্দা। শনিবার তাঁরা পুরী থেকে শিয়ালদহগামী দুরন্ততে ওঠেন। রাতের খাবারটা ট্রেন থেকেই নেবেন বলে আগে থাকেই ঠিক ছিল। নির্দিষ্ট সময়ে খাবারের অর্ডার দেন তাঁরা। যাত্রীদের অভিযোগ ট্রেনে যে খাবার দেওয়া হয়েছিল তার মান অত্যন্ত খারাপ। মাংস ছিল কাঁচা। আর রুটি ছিঁড়ে খাওয়ার যোগ্য ছিল না। বিষয়টি তাঁরা ট্রেনে দায়িত্বাপ্রাপ্ত কর্মীকে জানিয়ে পরিবর্তে দই-ভাত চেয়েছিলেন। কিন্তু সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ।

অগত্যা প্রায় প্রত্যেকেই কিছুটা করে খাবার খেয়েছিলেন। বাকিটা রেখে দিয়েছিলেন শিয়ালদহে দেখাবেন বলে। অভিযোগ, সেই খাবার খাওয়ায় ট্রেনেই কারও কারও পেটব্যাথা ও বমি শুরু হয়ে যায়। অসুস্থ হয়ে পড়লেও রেলের তরফে কোনও সাহায্য পাওয়া যায়নি। ট্রেনেই বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা। ট্রেন শিয়ালদহ স্টেশনে পৌঁছলে স্টেশনে বিক্ষোভ দেখান যাত্রীরা। স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ জানাতে গিয়ে তাঁকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় বলে অভিযোগ। অভিযোগের তদন্তের আশ্বাস মিলেছে রেল কর্তৃপক্ষের তরফে।

English summary
Passengers protest against bad foor in Puri Sealdah Duranta Express
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X