For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শর্ত সাপেক্ষে জামিন জাগুয়ারকাণ্ডে অভিযুক্ত আরসালান পারভেজের

পারভেজ আরসালান মূল অভিযুক্ত নন, গাড়ির স্টিয়ারিং ছিল দাদা রাগিবের হাতে। এই তথ্য জানার পরেই অনেকটাই লঘু হয়েছে পাভেজের বিরুদ্ধে মামলা। বৃহস্পতিবার তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত।

Google Oneindia Bengali News

পারভেজ আরসালান মূল অভিযুক্ত নন, গাড়ির স্টিয়ারিং ছিল দাদা রাগিবের হাতে। এই তথ্য জানার পরেই অনেকটাই লঘু হয়েছে পাভেজের বিরুদ্ধে মামলা। বৃহস্পতিবার তাকে শর্ত সাপেক্ষে জামিন দেয় আদালত। শর্তে বলা হয়েছে সপ্তাহে একবার তদন্তকারী পুলিস অফিসারের কাছে হাজিরা দিতে হবে তাঁকে। যাতে বিদেশে পালিয়ে যেতে না পারে সেকারণে পাসপোর্ট পুলিসের কাছে জমা রাখতে বলা হয়েছে।

শর্ত সাপেক্ষে জামিন জাগুয়ারকাণ্ডে অভিযুক্ত আরসালান পারভেজের

এদিন জামিন দেওয়া হয়েছে পারভেজের মামা মহম্মদ হামজাকেও। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত পারভেজের দাদা রাগিবকে গ্রেফতার করেছে পুলিস। তদন্ত ভুল পথে চালিত করার অভিযোগে পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে একাধিক ধারায় মামসা দায়ের করছে পুলিস। দুর্ঘটনার পর রাগিবকে বাঁচাতে একাধিক মিথ্যে কথা বলেছে আরসালান পরিবার। ভুল তথ্য দেওয়া থেকে শুরু করে রাগিবকে পালাতেও সাহায্য করা হয়েছিল।

কিন্তু গাড়ির উইন্ডস্ক্রিন ২০ইঞ্চির ভাঙা কাঁচ ধরিয়ে দেয় আসল অপরাধীকে। কারণ যেভাবে উইন্ডস্ক্রিন ভাঙা ছিল তাতে চালকের আসনে থাকা ব্যক্তির মাথায় আঘাত লাগার কথা। কিন্তু পারভেজের গায়ে তেমন কোনও আঘাত ছিল না। এই নিয়েই ধন্ধ বাড়ে পুলিসের। রাগিবের মাথায় সেরকম আঘাত দেখেই সন্দেহ বাড়ে। তারপরেই বেরিয়ে আসে আসল সত্যিটা। গত শুক্রবার জাগুয়ারের দুর্ঘটনার পরেই দুবাই পালিয়ে গিয়েছিলেন রাগিব। পরে ফিরে আসেন তিনি। তারপরেই পুলিস তাঁকে গ্রেফতার করে।

English summary
Parvej Arsalan got bail in Jaguar car accident case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X